digit zero1 awards

Airtel এর বাম্পার অফার! লঞ্চ করল ধামাকা প্রিপেইড প্ল্যান, প্রতিদিন মিলবে 3GB ডেটা

Airtel এর বাম্পার অফার! লঞ্চ করল ধামাকা প্রিপেইড প্ল্যান, প্রতিদিন মিলবে 3GB ডেটা
HIGHLIGHTS

Airtel এর মধ্যে দুটি প্রিপেইড প্ল্যানে মিলছে আনলিমিটেড কলিং বেনিফিট

Airtel প্রতিটি প্ল্যানেই থাকবে বেশ কিছু জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন

Airtel প্ল্যানগুলির মধ্যে রয়েছে 2,798 টাকা, 699 টাকা, 499 টাকার প্ল্যান

Airtel সম্প্রতি আরও কয়েকটি সস্তার প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে যেগুলিতে রয়েছে একাধিক ইউজার বেনিফিট ও নতুন ফিচারসমূহ। এই প্ল্যানগুলির মধ্যে রয়েছে 2,798 টাকা, 699 টাকা, 499 টাকার প্ল্যান। এদের মধ্যে দুটি প্রিপেইড প্ল্যানে মিলছে আনলিমিটেড কলিং বেনিফিট। এছাড়া প্রতিটি প্যানেই মিলবে ডেটা প্যাক, ফ্রি এসএমএস ফিচার। সেইসঙ্গে প্রতিটি প্ল্যানেই থাকবে বেশ কিছু জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন। আসুন দেখে নেওয়া যাক এই প্ল্যানগুলি সম্পর্কে আরও ডিটেলসে-

Airtel 499 টাকার প্রিপেইড প্ল্যান-

  • প্রতিদিন 3GB ডেটা, 28 দিনের জন্য।
  • এই প্ল্যানে কোনো ফ্রি এসএমএস বা 
  • আনলিমিটেড কলিং বেনিফিট নেই।
  • Disney plus Hotstar মিলছে এক বছরের ফ্রি সাবস্ক্রিপশন।
  • এছাড়া মিলছে  Amazon Prime, Hellotunes, Shaw Academy, Apollo 24/7  অ্যাপের ফ্রি অ্যাক্সেস। 
  • এছাড়া মিলবে FasTag ট্রানজ্যাকশনের ওপর 100 টাকার ক্যাশব্যাক।

Airtel 699 টাকার প্রিপেইড প্ল্যান-

  • এই প্ল্যানে মিলবে প্রতিদিন 2GB ডেটা, 56 দিনের জন্য।
  • এছাড়া মিলবে 100 এসএমএসের সুবিধা, প্রতিদিন।
  • এই প্ল্যানে রয়েছে  ফ্রি ওটিটি সাবস্ক্রিপশন ও এয়ারটেল থ্যাঙ্কস বেনিফিট ফিচার।
  • এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা।

Airtel 2,798 টাকার প্রিপেইড প্ল্যান-

  • এই প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি 365 দিনের ভ্যালিডিটি।
  • এই প্ল্যানে রয়েছে 699 টাকার প্রিপেইড প্ল্যানের মতনই ফিচার।
  • এই প্রিপেইড প্ল্যানে মিলবে 3GB ডেটা প্রতিদিনের জন্য সেইসঙ্গে আনলিমিটেড কলিং ফিচার।
  • এছাড়া মিলবে 100 ফ্রি এসএমএস ও এয়ারটেল থ্যাঙ্কস বেনিফিট। 
  • ডিজনি  প্লাস হটস্টারে মিলছে এক বছরের ফ্রি সাবস্ক্রিপশন
Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo