519 টাকার রিচার্জে পাওয়া যাবে 60 দিনের ভ্যালিডিটি এবং মোট 90 GB ডেটা
অন্যদিকে 799 টাকার রিচার্জে মিলবে 90 দিনের ভ্যালিডিটি যাতে পাওয়া যাবে মোট 135 GB ডেটা
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রায় প্রতিটি টেলিকম সংস্থাই একাধিক স্পেশাল রিচার্জ প্ল্যান এনেছে। বাদ যায়নি এয়ারটেলও। Jioর পর এবার Bharti Airtelও আনল দুটো দারুন প্রিপেড প্ল্যান। Airtel এর এই দুটো প্ল্যান হল 519 টাকার এবং 799 টাকার। এই দুটো প্ল্যানেই মিলবে রোজ 1.5 GB করে ডেটা সহ 100 টি করে মেসেজ এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা।
Airtel 519 টাকার প্ল্যান
60 দিনের জন্য Airtel একটি নতুন প্রিপেড প্ল্যান আনল। এই প্ল্যানে গ্রাহকরা পাবেন রোজ 100 টি করে মেসেজ করার সুবিধা সহ আনলিমিটেড ভয়েস কল এবং 1.5 GB করে ডেটা। এই প্ল্যানে গ্রাহকরা মোট 90GB ডেটা পাবেন। তবে যেই প্রত্যেকদিনের জন্য বরাদ্দ সর্বোচ্চ ডেটা ব্যবহার করে ফেলবেন অমনই আপনার ইন্টারনেটের স্পিড 64 Kbps এ নেমে আসবে। একই সঙ্গে এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা পাবেন Wynk Music , Hellotunes, Apollo 24*7 circle বিনামূল্যে ব্যবহার করার সুযোগ পাবেন। এছাড়া FASTag এর উপর মিলবে 100 টাকার ক্যাশব্যাক।
Airtel 799 টাকার প্রিপেড প্ল্যান
এই প্ল্যানে গ্রাহক পাবেন মোট 135 GB ডেটা। এছাড়া গ্রাহক রোজ 1.5 GB করে ডেটা সহ পাবেন 100 টি করে মেসেজ পাঠানোর এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি হচ্ছে 90 দিন। এছাড়া Wynk Music, Apollo 24*7 Circle, Hellotunes বিনামূল্যে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। আর FASTag এর উপর পাবেন 100 টাকার ক্যাশব্যাক।
এছাড়া এই বিষয়ে উল্লেখযোগ্য হল ইতিমধ্যেই এয়ারটেল 5000টি শহরে 5G পরিষেবা চালু করার তোড়জোড় শুরু করে দিয়েছে। মনে করা হচ্ছে মার্চ 2024 এর মধ্যে গোটা দেশ জুড়ে Airtel 5G পরিষেবা লঞ্চ করবে। তবে এই বছরের শেষের মধ্যে বেশ কয়েকটি শহরে 5G পরিষেবা চালু করে দেবে এয়ারটেল। তার আগেই এমন দুটো দারুন 4G প্ল্যান আনল এই টেলিকম সংস্থা।