Airtel কোম্পানি সম্প্রতি তাদের পোর্টফোলিওতে নতুন একটি 30 দিনের রিচার্জ প্ল্যান এবং একটি মাসিক রিনিউয়াল প্ল্যান লঞ্চ করেছে। Airtel-এর 30 দিনের রিচার্জ প্ল্যানটি পাওয়া যাবে 296 টাকায় এবং মাসিক রিনিউয়াল প্ল্যানটির দাম 319 টাকা। Telecom Regulatory Authority of India (TRAI) এর নতুন নির্দেশিকার কারণে, Airtel তাদের নতুন এই রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। TRAI এর তরফে জানানো হয়েছে যে, টেলেকম সার্ভিস প্রোভাইডারদের অন্তত একটি প্ল্যান অফার করতেই হবে যার ভ্যালিডিটি 30 দিন এবং একটি মাসিক রিনিউয়াল প্ল্যান অফার করতে হবে যেটি প্রত্যেক মাসের একইদিনে রিনিউ করা যাবে। ইতিমধ্যে Reliance Jio তাদের 30 দিনের একটি প্ল্যান 296 টাকায় লঞ্চ করেছে এর পাশাপাশি 259 টাকার রিনিউয়াল প্ল্যান নিয়ে এসেছে। Vodafone Idea কোম্পানি 31 দিন এবং 30 দিনের দুটি প্ল্যান লঞ্চ করেছে যার দাম যথাক্রমে 337 টাকা এবং 327 টাকা। Bharti Airtel এর 296 টাকা এবং 319 টাকার নতুন প্ল্যান দুটির সম্পর্কে জেনে নিন বিস্তারিত।
Airtel এর 296 টাকার প্ল্যানটি 30 দিনের ভ্যালিডিটিতে 25GB ডেটা অফার করবে। Fair Usage Policy (FUP) ডেটা শেষ হয়ে গেলে গ্রাহকরা 50 পয়সা প্রতি MB খরচে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এছাড়াও, 296 টাকার প্ল্যানটিতে গ্রাহকরা পাবেন আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS। প্রতিদিনের 100 SMS শেষ হয়ে গেলে গ্রাহকরা 1 টাকা প্রতি লোকাল SMS এবং 1.5 টাকা প্রতি STD SMS ব্যবহার করতে পারবেন।
Airtel এর 296 টাকার প্ল্যানটিতে Airtel তার গ্রাহকদের. Amazon Prime Video মোবাইল এডিশনের 30 দিনের ফ্রি ট্রায়াল, 3 মাসের Apollo 24/7 circle, Shaw Academy ক্লাস, FASTag-এ 100 টাকা ক্যাশব্যাক, Airtel Wynk Music এবং Hello Tunes এর অ্যাক্সেস অফার করে।
Airtel এর 319 টাকার রিচার্জ প্ল্যানটি একটি মাসিক ক্যালেন্ডার প্ল্যান, যেখানে প্ল্যানটি গোটা মাসের জন্যে কাজ করবে। Airtel এই প্ল্যানটিতে তার গ্রাহকদের প্রতিদিন 2GB ডেটা অফার করে। সুতরাং গ্রাহকরা 56GB থেকে 62GB পর্যন্ত ডেটা পেতে পারে। এটি নির্ভর করছে সেই মাসটি কতো দিনের তার উপর। প্রতিদিনের ডেইলি ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড 64Kbps হয়ে যাবে। এর পাশাপাশি গ্রাহকরা পাবেন আনলিমিটেড ভয়েস কলিং এবং রোজ 100 SMS। এই প্ল্যানটিতেও SMS ব্যালেন্স শেষ হয়ে গেলে গ্রাহকরা 1 টাকা প্রতি লোকাল SMS এবং 1.5 টাকা প্রতি STD SMS ব্যবহার করতে পারবেন।
Airtel এর 319 টাকার প্ল্যানটিতে Airtel তার গ্রাহকদের, Amazon Prime Video মোবাইল এডিশনের 30 দিনের ফ্রি ট্রায়াল, 3 মাসের Apollo 24/7 circle, Shaw Academy ক্লাস, FASTag-এ 100 টাকা ক্যাশব্যাক, Airtel Wynk Music এবং Hello Tunes এর অ্যাক্সেস অফার করে।