Airtel প্রতিদিন 1.5GB ডাটার সঙ্গে নতুন 398 টাকার প্ল্যান 70 দিনের বৈধতার সঙ্গে নিয়ে এল
ভারতী এয়ারটেল তাদের 398 টাকার প্ল্যানে ইউজার্সদের প্রতিদিন 1.5GB ডাটা অফার করছে আর এর বৈধতা 70 দিনের রাখা হয়েছে
হাইলাইট
- প্রতিদিন 1.5GB ডাটা পাওয়া যাবে
- নতুন প্ল্যানের দাম 398 টাকা
- 339 টাকার প্ল্যানে পরিবর্তন করা হয়েছে
প্রায়ই ভারতী এয়ারটেল তাদের সাবস্ক্রাইবারদের জন্য প্ল্যানে পরিবর্তন করে। আর এবার এয়ারটেল নতুন 398 টাকার প্ল্যান নিয়ে এসেছে। কোম্পানির 398 টাকার প্রিপেড প্ল্যানে এয়ারটেল মোট 105GB ডাটা অফার করছে আর এর বৈধতা 70 দিনের। আর এই প্ল্যানে ইউজার্সরা আনলিমিটেড কল আর ফ্রি SMS য়ের সুবিধা পাবেন। আর এই প্ল্যানে ইউজার্সরা প্রতিদিন 90 টি SMS য়ের সুবিধা পাবেন আর মোট সংখ্যা 6300টি। আর এছাড়া কোম্পানি তাদের 399টাকার প্রিপেড প্ল্যানে পরিবর্তন করেছে আর এবার এই প্ল্যানে 84 দিনের জন্য প্রতিদিন 1GB ডাটা অফার করছে।
এয়ারটেলের 398 টাকার প্ল্যান
এয়ারটেল তাদের 398 টাকার প্রিপেড রিচার্জে ইউজার্সদের প্রতিদিন 1.5GB ডাটা, আনলিমিটেড ভয়েস কল, আর প্রতিদিন 90 টি SMS য়ের সুবিধা দিচ্ছে। রিলায়েন্স জিওর মতন এয়ারটেলেও আনলিমিটেড লোকাল, STD আর ন্যাশানাল রোমিং কল ফ্রিতে দেওয়া হচ্ছে, আর এতে কোন লিমিট রাখা হয়নি। ভোডাফোন আইডিয়া প্রতিদিন ইউজার্সদের 250 মিনিটের লিমিট অফার কেছে আর প্রতি সপ্তাহে এই লিমিট 1000 মিনিটের হচ্ছে। আর সম্পূর্ণ বৈধতার সঙ্গে শুধু 100 টি ইউনিক নম্বরে কল করা যাবে।
এয়ারটেলের 399 টাকার প্ল্যান
এয়ারটেল ইউজার্সদের প্রিপেড প্ল্যানে 399 টাকার একটি প্ল্যান আছে। আর এটি 70 দিনের বৈধতার আর কিছু ইউজার্সদের জন্য এটি 84 দিনের জন্য বৈধ। আর এই প্ল্যানে ইউজার্সরা প্রতিদিন 1.4GB ডাটা পাবেন আর সেখানে এবার কমে সেই ডাটা প্রতিদিনে 1GB হয়েছে আর এর সঙ্গে আনলিমিটেড ভয়েস কল আর প্রতিদিন 100টি SMS য়ের সুবিধাও আছে।
রিয়লায়েন্স জিও
রিলায়েন্স জিও 399 টাকার প্রিপেড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল আর প্রতিদিন 100 টি SMS দিচ্ছে। আর আমরা যদি ডাটা বেনিফিটের বিষয়ে বলি তবে এই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডাটা অফার করা হচ্ছে আর এর বৈধতা 84 দিনের। আর এবার এই প্ল্যানে মোট 126GB ডাটা পাওয়া যাচ্ছে। আর এর সঙ্গে জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশানও আছে।
ভোডাফোনের প্ল্যান
ভোডাফনের একটি 84 দিনের প্ল্যান আছে যা আনলিমিটেড লোকাল ,STD আর রোমিং কলের সঙ্গে প্রতিদিন 100 টি SMS য়ের সুবিধা দিচ্ছে আর গ্রাহকরা প্রতিদিন 1GB ডাটা পাবেন। আর এছাড়া ইউজার্সরা ভোডাফোন প্লে অ্যাপের অ্যাক্সেসও পাবেন।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।