Prepaid Tariff Hike: চলতি বছর আবার বাড়তে পারে মোবাইলের খরচ

Prepaid Tariff Hike: চলতি বছর আবার বাড়তে পারে মোবাইলের খরচ
HIGHLIGHTS

দীপবলির আগেই মোবাইল রিচার্জের দাম বাড়াতে পারে

প্রায় 10 থেকে 12 শতাংশ করে ট্যারিফ প্ল্যানের খরচ বাড়াতে পারে

গত বছর নভেম্বরের পর ফের একবার মোবাইল রিচার্জ আরও দামি হতে চলেছে

দেশের শীর্ষ তিনটি টেলিকম সংস্থা ভোডাফোন (Vodafone), এয়ারটেল (Airtel) এবং জিও (Jio)  চলতি বছরের দীপবলির আগেই মোবাইল রিচার্জের দাম বাড়াতে পারে। এটি তাদের আয়ের 20-25 শতাংশ বৃদ্ধি দেখাতে পারে। কোম্পানিগুলি মনে করে যে এটি করা না হলে, তারা স্পেকট্রাম এবং নেটওয়ার্কগুলিতে বিনিয়োগ করে ক্ষতির সম্মুখীন হতে পারে। দেশীয় রেটিং এজেন্সি ক্রিসিল এই তথ্য জানিয়েছে।

রিপোর্ট বলছে, দীপাবলির আগে এই ঘোষণা করতে পারে কোম্পানিগুলি। যদি এটি সত্যি হয় তবে এই নিয়ে গত বছর নভেম্বরের পর ফের একবার মোবাইল রিচার্জ আরও দামি হতে চলেছে।

আগস্ট 2021 থেকে ফেব্রুয়ারি 2022 এর মধ্যে, রিলায়েন্স জিও-এর এক্টিভ গ্রাহকের সংখ্যা ছিল 94 শতাংশ। ভারতী এয়ারটেলের 99 শতাংশ এক্টিভ গ্রাহক ছিল। ভোডাফোন আইডিয়া 30 মিলিয়ন এক্টিভ গ্রাহক হারিয়েছে কারণ এটি 4G পরিষেবাগুলিতে খুব বেশি বিনিয়োগ করেনি। এর আগে এই তিনটি কোম্পানি নভেম্বর-ডিসেম্বর মাসে 20-25 শতাংশ ভাড়া বাড়িয়েছিল।

রিপোর্ট অনুযায়ী, প্রতিটি বেসরকারি সংস্থা প্রায় 10 থেকে 12 শতাংশ করে ট্যারিফ প্ল্যানের খরচ বাড়াতে পারে। এর ফলে প্রতিটি প্ল্যানের জন্য অতিরিক্ত খরচ করতে হয়।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo