Jio, Airtel ও Vodafone-Idea টেলিকম সংস্থারা সম্প্রতি তাদের Disney+ hotstar বেনিফিট সমেত একাধিক প্ল্যানকে সংশোধন করে নতুন প্ল্যান এনেছে। যদিও যারা ইতিমধ্যেই পুরনো ডিজনি প্লাস হটস্টারের প্ল্যানগুলিকে ব্যবহার করছেন, তারা তাদের সাবস্ক্রিপশন শেষ হবার পর নতুন প্ল্যানে আপগ্রেডেড হতে পারবেন। নতুন এই OTT সাবস্ক্রিপশন সমেত আপগ্রেডেড প্ল্যানগুলিতে প্রতিদিন পাওয়া যাচ্ছে 2GB ডেটা। আপগ্রেডেড প্ল্যানগুলিতে ডেইলি 3GB ডেটা বেনিফিটের প্ল্যানও রয়েছে।
Jio প্রিপেইড প্ল্যান
Jio 666 টাকায় একটি প্রিপেইড প্ল্যান অফার করছে। যেখানে পাওয়া যাবে 2GB ডেটা প্রতিদিন, মোট 56 দিনের জন্য।
জিও টেলিকম সংস্থা 888 টাকায় 84 দিনের ভ্যালিডিটির একটি প্রিপেইড প্ল্যান অফার করছে। যেখানে দেওয়া হবে ডেইলি 2GB ডেটা বেনিফিট।
সবচাইতে বেশি দামের জিও প্রিপেইড প্ল্যানগুলির মধ্যে অন্যতম হল 2599 টাকার প্ল্যান। এই প্ল্যানে দেওয়া হবে 2GB ডেটা প্রতিদিন। প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। এই প্ল্যানে মিলবে এক বছরের জন্য ডিজনি প্লাস হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন।
Airtel-এর প্রিপেইড প্ল্যান
এয়ারটেলের 699 টাকার প্রিপেইড প্ল্যানে পাওয়া যাবে 2GB ডেইলি ডেটা, মোট 56 দিনের জন্য। এছাড়া মিলবে আনলিমিটেড কলিং বেনিফিট ও প্রতিদিন 100 ফ্রি এস এম এস।
699 ও 2798 দুটি প্ল্যানেই মিলবে অ্যামাজন প্রাইম মোবাইল এডিশনের সাবস্ক্রিপশন। এছাড়াও থাকবে ডিজনি প্লাস হটস্টার ফ্রি সাবস্ক্রিপশন সমেত একাধিক বেনিফিট।
Vodafone-idea প্রিপেইড প্ল্যান
ভোডাফোন- আইডিয়া টেলিকম সংস্থার আগের 401 টাকার প্রিপেইড প্ল্যান এখন পাওয়া যাবে 501 টাকায়। এই প্ল্যানে পাওয়া যাচ্ছে মোট 100GB ডেটা, 28 দিনের জন্য। এছাড়া থাকবে আনলিমিটেড কলিং ও 100 ফ্রি ডেইলি এসএমএস বেনিফিট।
601 টাকার প্রিপেইড প্ল্যান এখন পাওয়া যাবে 701 টাকায়। এই প্ল্যানে দেওয়া হচ্ছে মোট 200GB ডেটা। প্ল্যানের ভ্যালিডিটি 56দিন। এছাড়া এই প্ল্যানে থাকবে আনলিমিটেড কলিং ও 100 ফ্রি ডেইলি এসএমএস বেনিফিট।
901 টাকার প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। পাওয়া যাচ্ছে মোট 300GB ডেটা, আনলিমিটেড কলিং ও ফ্রি ডেইলি এসএমএস বেনিফিট সমেত।
আগের 501 টাকার প্ল্যান এখন পাওয়া যাচ্ছে 601 টাকায়। এতে পাওয়া যাচ্ছে মোট 75 GB ডেটা, 56 দিনের জন্য।
প্রতিটি প্ল্যানেই মিলবে ফ্রি ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন ফিচার।
এগুলি ছাড়াও জিও, এয়ারটেল ও ভোডাফোন- আইডিয়া ডেইলি 2GB ডেটা লিমিটের একাধিক প্ল্যান অফার করছে। তবে সেগুলিতে পাওয়া যাবে না ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন।
এয়ারটেল 298, 449, 698, 2498 টাকার একাধিক 2GB ডেটা লিমিটের প্ল্যান অফার করছে। এই প্ল্যানগুলিতে পাওয়া যাচ্ছে আনলিমিটেড কলিং ও ফ্রি এসএমএস বেনিফিট। প্ল্যানগুলির ভ্যালিডিটি 28 দিন থেকে 365 দিনের মধ্যে। ডেইলি 2GB ডেটা লিমিটের ওপর জিও দিচ্ছে 249, 444, 599, 666, 888, 2399 টাকার প্ল্যান। এই প্ল্যানে পাওয়া যাবে ফ্রি SMS ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা। ভোডাফোন-আইডিয়াতেও পাওয়া যাচ্ছে 2GB ডেটা লিমিটের 595, 795, 299, 449, 699 টাকার প্ল্যান।