Airtel vs Jio vs Vi: 84 দিনের ভ্যালিডিটি সহ এই সব প্ল্যানে মিলবে প্রতিদিন 2 জিবি ডেটা এবং ফ্রি সাবস্ক্রিপশন
Jio 249 প্রিপেইড প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা, মোট 28 দিনের জন্য
Vi 299 প্রিপেইড প্ল্যানে 4GB ডেইলি ডেটা 28 দিনের জন্য। অর্থাৎ এতে পাওয়া যাচ্ছে 2 প্লাস 2 অফার
Airtel 298 প্রিপেইড প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা, মোট 28 দিনের জন্য
Jio, Vi , Airtel সহ প্রতিটি টেলিকম কোম্পানিই তাদের গ্রাহকদের জন্য একাধিক দৈনিক ডেটা লিমিটের প্রিপেইড প্ল্যান বাজারে এনেছে। এদের মধ্যে যে দৈনিক ডেটা লিমিট প্ল্যানটি সবচাইতে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে তা হল ডেইলি 2GB ডেটা প্যাক প্রিপেইড প্ল্যান।
সাধারণত যাদের বাড়িতে Wifi কানেকশন রয়েছে অথবা যাদের দৈনিক খুব একটা বেশি ডেটা খরচের দরকার পড়ে না, তাদের জন্য এই ধরনের প্ল্যানগুলি উপযুক্ত। দেখা যাক Jio, Vi, Airtel ডেইলি 2GB লিমিটে কোন কোন ডেটাপ্যাকের পরিষেবা দিচ্ছে-
Jio, Vi, Airtel ডেইলি 2GB ডেটা প্ল্যান, 28 দিনের ভ্যালিডিটি
Jio 249 প্রিপেইড প্ল্যান-
এতে দেওয়া হচ্ছে প্রতিদিন 2GB ডেটা, মোট 28 দিনের জন্য। মোট ডেটার পরিমাণ 56GB। এছাড়া রয়েছে জিও টু জিও আনলিমিটেড কল সমস্ত ডোমেস্টিক নেট ওয়ার্কে। দেওয়া হচ্ছে 100 ফ্রি এসএমএস প্রতিদিন। এই প্ল্যানে দেওয়া হচ্ছে জিও টিভি, জিও সিনেমাসহ একাধিক জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন।
Vi 299 প্রিপেইড প্ল্যান-
এতে রয়েছে টু প্লাস টু অফার। এতে দেওয়া হচ্ছে 4GB ডেইলি ডেটা 28 দিনের জন্য। অর্থাৎ এতে পাওয়া যাচ্ছে 2 প্লাস 2 অফার। দেওয়া হচ্ছে আনলিমিটেড কলিং সুবিধা। এছাড়াও দেওয়া হচ্ছে উইকেন্ড রোলওভার ডেটা অফার। যেখানে প্রতিদিনের বাড়তি ডেটা উইকেন্ডে ব্যবহার করা যাবে। সঙ্গে রয়েছে আনলিমিটেড টকটাইম। কাস্টমারদের দেওয়া হচ্ছে 125 টাকার বোনাস MPL Cash। Zomato সহ বিভিন্ন ফুড অ্যাপে দেওয়া হচ্ছে 75 টাকার ডেইলি ডিসকাউন্ট। এছাড়া দেওয়া হচ্ছে Vi Movies এবং TV অ্যাপের ফ্রি অ্যাক্সেস।
Airtel 298 প্রিপেইড প্ল্যান-
এতে দেওয়া হচ্ছে প্রতিদিন 2GB ডেটা, মোট 28 দিনের জন্য। এতে দেওয়া হচ্ছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এছাড়া রয়েছে Wynk Music, X Stream সাবস্ক্রিপশন। এতে দেওয়া হচ্ছে ফ্রি অনলাইন কোর্সের সুবিধা। Fastag অ্যাপে দেওয়া হচ্ছে 150 টাকার ক্যাশব্যাক। এই প্ল্যান সুযোগ করে দিচ্ছে Bharti Axa Life ইন্স্যুরেন্সে যুক্ত হবার। Airtel Thanks App থেকে রিচার্জ করালে মিলছে 50 টাকা ডিসকাউন্ট। অর্থাৎ পুরো প্ল্যানটি পাওয়া যাচ্ছে 248 টাকায়, 2GB অ্যাডিশনাল ডেটা সমেত।
Jio, Vi, Airtel ডেইলি 2GB ডেটা প্ল্যান, 56 দিনের ভ্যালিডিটি
Jio 444 প্রিপেইড প্ল্যান-
এই জিও প্ল্যানে রয়েছে প্রতিদিন 2GB ডেটা, মোট 56 দিনের জন্য। এছাড়া রয়েছে জিও টু জিও আনলিমিটেড কল সমস্ত ডোমেস্টিক নেট ওয়ার্কে। দেওয়া হচ্ছে প্রতিদিন 100 ফ্রি এসএমএস। সেইসঙ্গে রয়েছে জিও সিনেমাসহ একাধিক জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন।
Vi 449 প্রিপেইড প্ল্যান-
এই Vi প্ল্যানটি দিচ্ছে 4 GB ডেইলি ডেটা মোট 56 দিনের জন্য। এছাড়া রয়েছে উইকেন্ড রোলওভার ডেটা অফার। যেখানে সারা সপ্তাহের বেঁচে যাওয়া ডেটা ব্যবহার করা যাবে উইকেন্ডে। এর সঙ্গে দেওয়া হচ্ছে binge-all night অফার, যেখানে রাত 12টা থেকে সকাল 6টা অবধি আনলিমিটেড ডেটায় binge watch করতে পারবেন। এছাড়া রয়েছে আনলিমিটেড টকটাইম।
Airtel Rs 449 প্রিপেইড প্ল্যান-
এই Airtel প্রিপেইড প্ল্যানটি দিচ্ছে প্রতিদিন 2GB ডেটা। মোট 56 দিনের জন্য। সেইসঙ্গে রয়েছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এছাড়া রয়েছে প্রতিদিন 100 ফ্রি এসএমএস। সেইসঙ্গে পাওয়া যাচ্ছে Prime VideoMobile Edition, Airtel X Stream , Wynk Music সাবস্ক্রিপশন।
Jio, Vi ডেইলি 2GB ডেটা প্ল্যান, 84 দিনের ভ্যালিডিটি
Jio Rs 599 প্রিপেইড প্ল্যান-
এই Jio প্রিপেইড প্ল্যানটি দিচ্ছে প্রতিদিন 2GB ডেটা, মোট 84 দিনের ভ্যালিডিটি। এতে রয়েছে দেশের যে কোনো প্রান্তে আনলিমিটেড ডমেস্টিক কলের সুবিধা। প্রতিদিন 100 ফ্রি এসএমএস সার্ভিস দেওয়া হচ্ছে । জিও সিনেমা , জিও টিভি সহ বিভিন্ন জিও অ্যাপের ফ্রি অ্যাক্সেস দেওয়া হচ্ছে এই প্রিপেইড প্ল্যানে।
Vi Rs 699 প্রিপেইড প্ল্যান-
এই Vi প্ল্যানটি দিচ্ছে ডবল ডেটা অফার। 4 GB ডেইলি ডেটা মোট 84 দিনের জন্য। এছাড়া রয়েছে উইকেন্ড রোলওভার ডেটার সুবিধা যেখানে সারা সপ্তাহের অব্যাবহৃত ডেটাকে আপনি সপ্তাহের শেষে ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে দেওয়া হচ্ছে 100 ফ্রি এসএমএস-এর সুবিধা। এছাড়াও রয়েছে আনলিমিটেড লোকাল ও ন্যাশনাল কল।