digit zero1 awards

Airtel vs Jio vs BSNL vs Vi: 200 টাকার কমে সেরা প্রিপেইড প্ল্যান, প্রতিদিন 2 জিবি পর্যন্ত ডেটা এবং কল

Airtel vs Jio vs BSNL vs Vi: 200 টাকার কমে সেরা প্রিপেইড প্ল্যান, প্রতিদিন 2 জিবি পর্যন্ত ডেটা এবং কল
HIGHLIGHTS

Airtel, Jio, BSNL, Vi টেলিকম কোম্পানিগুলি মাত্র 200 টাকার মধ্যে কোন কোন প্ল্যান অফার করছে

200 টাকার কম দামে Airtel, Jio, BSNL, Vi অফার করছে সেরা প্রিপেইড রিচার্জ

বেস্ট প্রিপেইড প্ল্যান এয়ারটেল, জিও, বিএসএনএল এবং ভোডাফোন এর

Airtel, Jio, BSNL, Vi সহ প্রতিটি টেলিকম কোম্পানি তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান বাজারে এনেছে। এদের মধ্যে একাধিক প্ল্যান শুরু হয়েছে মাত্র 200 টাকা থেকে। সাধারণত যে সমস্ত গ্রাহকদের খুব একটা বেশি ডেটা এবং কলিং বেনিফিটের প্রয়োজন নেই তাদের জন্য এই 200 টাকার প্ল্যানগুলি উপযুক্ত। আসুন দেখে নেওয়া যাক Airtel, Jio, BSNL, Vi টেলিকম কোম্পানিগুলি মাত্র 200 টাকার মধ্যে কোন কোন প্ল্যান অফার করছে-

Airtel 199 টাকার প্ল্যান-

এই এয়ারটেলের প্ল্যানটিতে দেওয়া হচ্ছে 1GB ডেইলি ডেটা। প্ল্যানের ভ্যালিডিটি 24 দিন। এই প্ল্যানে মোট দেওয়া হচ্ছে 24 GB ডেটা। সাথে রয়েছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এছাড়াও দেওয়া হচ্ছে প্রতিদিন 100ফ্রি এসএমএস। এই প্ল্যানের অ্যাডিশনাল বেনিফিট হিসেবে দেওয়া হচ্ছে Amazon Prime Video Mobile Edition, Wynk Music, Hello Tunes, Airtel XStream প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন। 

এছাড়াও Airtel দিচ্ছে 149 টাকার একটি প্রিপেইড প্ল্যান। প্ল্যানটিতে দেওয়া হচ্ছে 2GB ডেইলি ডেটা। প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে মোট দেওয়া হচ্ছে 56GB ডেটা। সাথে রয়েছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এছাড়াও দেওয়া হচ্ছে প্রতিদিন 300 ফ্রি এসএমএস। এই প্ল্যানের অ্যাডিশনাল বেনিফিট হিসেবে দেওয়া হচ্ছে  Amazon Prime Video Mobile Edition, Wynk Music, Hello Tunes, Airtel XStream প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন। 

Jio 199 টাকার প্রিপেইড প্ল্যান-

এই জিও প্ল্যানে দেওয়া হচ্ছে 1.5GB ডেইলি ডেটা।  প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে মোট দেওয়া হচ্ছে 42GB ডেটা। সাথে রয়েছে  সমস্ত ডোমেস্টিক নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এছাড়া রয়েছে সমস্ত জিও অ্যাপস, যেমন- Jio TV, Jio Cinema, Jio News , Jio Security, Jio Cloud  অ্যাপের ফ্রি অ্যাক্সেস।

এছাড়াও Jio দিচ্ছে 149 টাকার একটি প্রিপেইড প্ল্যান। যেখানে দেওয়া হচ্ছে 1GB ডেইলি ডেটা। প্ল্যানের ভ্যালিডিটি 24 দিন। এছাড়া রয়েছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এছাড়াও দেওয়া হচ্ছে প্রতিদিন 100ফ্রি এসএমএস। এছাড়া রয়েছে সমস্ত জিও অ্যাপস, যেমন- Jio TV, Jio Cinema, Jio News, Jio Security, Jio Cloud  অ্যাপের ফ্রি অ্যাক্সেস। 

Vi 199 টাকার প্রিপেইড প্ল্যান-

এই Vi প্ল্যানে দেওয়া হচ্ছে 1GB ডেইলি ডেটা। সঙ্গে রয়েছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এছাড়াও দেওয়া হচ্ছে প্রতিদিন 100 ফ্রি এসএমএস। এই প্ল্যানে মিলছে Vi Movies সহ সমস্ত Vi অ্যাপে ফ্রি অ্যাক্সেস। Vi ,148 টাকাতেও একটি প্রিপেইড প্ল্যান দিচ্ছে। যেখানে রয়েছে 1GB ডেইলি ডেটা। সঙ্গে রয়েছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। প্ল্যানের ভ্যালিডিটি 18 দিন।

BSNL 94 টাকার স্পেশ্যাল ভাউচার-

এই প্ল্যানে দেওয়া হচ্ছে 3GB ডেটা। সঙ্গে দেওয়া হচ্ছে 100ফ্রি এসএমএসের সুবিধা প্রতিদিন। এর সঙ্গে দেওয়া হচ্ছে Lokdhun content সুবিধা। প্ল্যানটির ভ্যালিডিটি 75 দিন।এতে দেওয়া হচ্ছে 100 মিনিটের ফ্রি কল। এতে দেওয়া হচ্ছে  60 দিনের PRBT সুবিধা। এরপর থেকে 30 পয়সা প্রতি মিনিট ধার্য করা হবে।

BSNL 97 টাকার স্পেশ্যাল ভাউচার-

এই প্ল্যানে দেওয়া হচ্ছে 2GB ডেইলি ডেটা। প্ল্যানটির ভ্যালিডিটি 18 দিন।এর সঙ্গে দেওয়া হচ্ছে Lokdhum content সুবিধা। সঙ্গে দেওয়া হচ্ছে 100ফ্রি এসএমএসের সুবিধা। 

BSNL 198 টাকার স্পেশ্যাল ভাউচার-

এই প্ল্যানে দেওয়া হচ্ছে 2GB ডেইলি ডেটা। প্ল্যানটির ভ্যালিডিটি 50 দিন। এর সঙ্গে দেওয়া হচ্ছে Lokdhun content সুবিধা। এটি একটি ডেটা ভাউচার, এতে কলিংয়ের সুবিধা মিলবে না।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo