এয়ারটেল (Airtel), ভোডাফোন- আইডিয়া (Vi), রিলায়েন্স জিও (Reliance Jio) এবং BSNL টেলিকম সংস্থাগুলি 500 টাকারও কম দামে বেশ কয়েকটি পোস্টপেইড প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এই প্ল্যানগুলিতে পাওয়া যাবে ইন্ডিভিজ্যুয়াল কানেকশনের সুবিধা। যার মানে হল এই পোস্টপেইড প্ল্যানগুলিতে পাওয়া যাবে না কোনো ফ্যামিলি অ্যাড –অন কানেকশনের বেনিফিট।
সরকারী মালিকানাধীন টেলিকম সংস্থা BSNL-র এন্ট্রি লেভেল পোস্টপেইড প্ল্যানগুলি শুরু হচ্ছে 199 টাকা থেকে। অন্যদিকে এয়ারটেল, ভোডাফোন- আইডিয়া, রিলায়েন্স জিও সংস্থার পোস্টপেইড প্ল্যানগুলির দাম শুরু হচ্ছে 399 টাকা থেকে। দেশের জনপ্রিয় টেলিকম কোম্পানিগুলি 500 টাকারও কম দামে কি কি পোস্টপেইড প্ল্যান অফার করছে, একনজরে দেখে নিন তার লিস্ট-
BSNL টেলিকম সংস্থা 500 টাকা বাজেটের মধ্যে দুটি পোস্টপেইড প্ল্যান অফার করছে। যেগুলির দাম রয়েছে 199 টাকা এবং 399 টাকা। দেখে নেওয়া যাক এই দুটি ইন্ডিভিজ্যুয়াল পোস্টপেইড প্ল্যানে কি কি বেনিফিট অফার করা হচ্ছে-
• এই BSNL প্ল্যানে ইউজারেরা পাবেন মোট 25GB ডেটা।
• পাওয়া যাবে 75GB পর্যন্ত ডেটা রোলওভারের সুবিধা।
• এই পোস্টপেইড প্ল্যানে অফার করা হচ্ছে ফ্রি ডোমেস্টিক আনলিমিটেড কলের সুবিধা।
• এই পোস্টপেইড প্ল্যানে BSNL গ্রাহকদের অফার করছে মোট 70GB ডেটা বেনিফিট।
• পাওয়া যাবে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা।
• ডেটা রোলওভারের সুযোগ রয়েছে 210GB পর্যন্ত।
টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio) 500 টাকার মধ্যে শুধুমাত্র একটি ইন্ডিভিজ্যুয়াল পোস্টপেইড প্ল্যান অফার করছে। যার দাম রয়েছে 399 টাকা। একনজরে দেখে নেওয়া যাক সমস্ত বেনিফিট-
জিও টেলিকম সংস্থা 399 টাকা দামে একটি ইন্ডিভিজ্যুয়াল বেনিফিটের পোস্টপেইড প্ল্যান অফার করছে।
• রিলায়েন্স জিও (Reliance Jio) ইউজারেরা এই পোস্টপেইড প্ল্যানে পাবেন মোট 75GB ডেটার অ্যাক্সেস।
• এই প্ল্যানে ইউজারেরা পাবেন ডেইলি ফ্রি 100 এসএমএসের বেনিফিট।
• পাওয়া যাবে আনলিমিটেড কলের সুবিধাও।
• এই জিও 399 টাকার পোস্টপেইড প্ল্যানে ডেটা রোলওভারের সুযোগ রয়েছে 200GB পর্যন্ত।
• তবে এই পোস্টপেইড প্ল্যানের সাথে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এবং ডিজনি প্লাস হটস্টারের ওটিটি বেনিফিট উপভোগ করতে হলে পেমেন্ট করতে হবে বাড়তি 99 টাকা।
টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল 500 টাকা দামের মধ্যে দুটি ইন্ডিভিজ্যুয়াল পোস্টপেইড প্ল্যান অফার করছে। যেগুলির দাম রয়েছে 399 টাকা এবং 499 টাকা। এই পোস্টপেইড প্ল্যানগুলি আসছে দুর্দান্ত ওটিটি বেনিফিটের সাথে।
• এই এয়ারটেল পোস্টপেইড প্ল্যানে ইউজারদের অফার করা হচ্ছে মোট 40GB ডেটা বেনিফিট।
• প্ল্যানের সাথে পাওয়া যাবে আনলিমিটেড কলের সুবিধা।
• এছাড়া মিলবে প্রতিদিন ফ্রি 100 এসএমএসের বেনিফিট ।
• তবে এই পোস্টপেইড প্ল্যানে ইউজারেরা পাবেন না কোনো স্পেশ্যাল ওটিটি বেনিফিট ।
• পাওয়া যাবে Airtel XStream অ্যাপের ফ্রি অ্যাক্সেস।
• এই এয়ারটেল পোস্টপেইড প্ল্যানে ইউজারেরা পাবেন মোট 75GB মান্থলি ডেটা ।
• প্রতিমাসে ডেটা রোলওভার বেনিফিট পাওয়া যাবে 200GB পর্যন্ত।
• এই প্ল্যানে পাওয়া যাবে ডেইলি ফ্রি 100 এসএমএসের সুবিধা।
• এছাড়া এই প্ল্যানের সাথে পাওয়া যাবে একবছরের জন্য ফ্রি অ্যামাজন প্রাইম মেম্বারশিপ এবং ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন।
• এছাড়া পাওয়া যাবে Shaw Academy, Juggernaut Books, Wynk Music এবং Airtel XStream অ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিপশন।
• ইউজারেরা এই ইন্ডিভিজ্যুয়াল প্ল্যানের সাথে 299 টাকা বাড়তি চার্জ পেমেন্ট করে একটি ফ্যামিলি কানেকশনকে অ্যাড করতে পারবেন।
• এই অ্যাডেড ফ্যামিলি কানেকশন হিসেবে একটি রেগুলার সিমে অফার করা হবে মোট 30GB ডেটা, আনলিমিটেড কলিং এবং ফ্রি এসএমএসের বেনিফিট।
টেলিকম কোম্পানি ভোডাফোন –আইডিয়া (Vi) 500 টাকা দামের মধ্যে একটি ইন্ডিভিজ্যুয়াল পোস্টপেইড প্ল্যান অফার করছে। যার দাম রয়েছে 499 টাকা। এছাড়া Vi কোম্পানির 699 টাকা দামের একটি পোস্টপেইড প্ল্যান রয়েছে। আসুন দেখে নেওয়া যাক সব অফার-
ভোডাফোন –আইডিয়া (Vi) 499 টাকার পোস্টপেইড প্ল্যান-
• এই প্ল্যানে Vi ইউজারদের অফার করা হচ্ছে মোট 75GB ডেটা।
• গ্রাহকেরা ওটিটি বেনিফিট হিসেবে পাবেন অ্যামাজন প্রাইম এবং ডিজনি প্লাস হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন।
• এছাড়া পাওয়া যাবে Vi মুভিজ এবং টিভি অ্যাপের ফ্রি অ্যাক্সেস।
• এই পোস্টপেইড প্ল্যানে ইউজারদের অফার করা হচ্ছে আনলিমিটেড ডেটার বেনিফিট।
• তবে এই ইন্ডিভিজ্যুয়াল প্ল্যানে পাওয়া যাচ্ছে দুটি ফ্যামিলি অ্যাড অন কানেকশনের সুবিধা।
• এই পোস্টপেইড প্ল্যানে প্রাইমারি কানেকশন এবং সেকেন্ডারি কানেকশন দুটোতেই অফার করা হচ্ছে মোট 40GB করে ডেটা বেনিফিট।
• এছাড়া পাওয়া যাবে অ্যামাজন প্রাইম , ডিজনি প্লাস হটস্টার, Vi মুভিজ এবং টিভি অ্যাপের ফ্রি অ্যাক্সেস।