Airtel, Reliance Jio, Vi এবং BSNL এর সেরা ওয়ার্ক ফ্রম হোম ডেটা প্ল্যান, কম দামে একগুচ্ছ অফার

Updated on 10-Nov-2021
HIGHLIGHTS

রিলায়েন্স জিও বেসিক ডেটা অ্যাড অন প্ল্যান শুরু হচ্ছে মাত্র 11 টাকা থেকে

রিলায়েন্স জিও (Reliance Jio), ভোডাফোন-আইডিয়া (Vi) ওয়ার্ক ফ্রম হোম প্ল্যানগুলি আসছে 28 দিনের ভ্যালিডিটির সাথে

সরকারি টেলিকম সংস্থা BSNL ইউজারদের বিভিন্ন ভ্যালিডিটির ডেটা ভাউচার অফার করছে

এয়ারটেল (Airtel), রিলায়েন্স জিও (Reliance Jio), ভোডাফোন-আইডিয়া (Vi) এবং BSNL-র মতো টেলিকম সংস্থাগুলি ইউজারদের জন্য আনলিমিটেড ভ্যালিডিটির প্রিপেইড প্ল্যান অফার করে। তবে অনেকসময় ডেইলি ডেটা লিমিট পেরিয়ে গেলে বাড়তি ইন্টারনেটের দরকার পড়ে। এই ওয়ার্ক ফ্রম হোমের যুগে ইন্টারনেট সবার ভরসা। যে কারণে টেলিকম কোম্পানিগুলি আনলিমিটেড এবং টপ আপ প্যাকের পাশাপাশি ডেটা ভাউচার এবং অ্যাড অন প্ল্যানও অফার করে থাকে।

এয়ারটেল (Airtel), রিলায়েন্স জিও (Reliance Jio), ভোডাফোন-আইডিয়া (Vi) এবং BSNL টেলিকম কোম্পানিগুলির বেশ কয়েকটি প্রিপেইড ডেটা প্যাক রয়েছে যেগুলি ইন্টারনেটের সাথে সাথে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিরও ফ্রি অ্যাক্সেস দিয়ে থাকে। আজ আমরা আপনার জন্য নিয়ে এসেছি এয়ারটেল, জিও, ভোডাফোন-আইডিয়া এবং BSNL-র নানা বাজেটের ডেটা প্ল্যান এবং ডেটা ভাউচারের লিস্ট। দেখে নিন একনজরে…

এয়ারটেলের (Airtel) 100 টাকার মধ্যে ডেটা প্ল্যান

এয়ারটেল গ্রাহকদের জন্য 100 টাকার মধ্যে চারটি ডেটা প্ল্যান অফার করছে –

  • এয়ারটেলের 48 টাকার ডেটা প্যাক একটি অ্যাড-অন প্ল্যান। এই প্যাকের অফার করা হচ্ছে মোট 3GB ডেটা। ভ্যালিডিটি রয়েছে যে আনলিমিটেড প্যাক চলছে তার সমান।
  • এয়ারটেলের 78 টাকার প্যাকের ভ্যালিডিটি রয়েছে আগে থেকেই যে আনলিমিটেড প্যাক চলছে তারই সমান। এই প্ল্যানে মোট ডেটা অফার করা হচ্ছে 5GB।
  • এয়ারটেলের 89 টাকার প্ল্যানে পাওয়া যাবে প্রাইম ভিডিও অ্যাপের ফ্রি অ্যাক্সেস। এই প্যাকে অফার করা হচ্ছে মোট 6GB ডেটা।
  • 98 টাকার প্রিপেইড প্ল্যানে অফার করা হচ্ছে মোট 12GB ডেটা। ভ্যালিডিটি রয়েছে এখন যে প্ল্যান চলছে তার সমান।

এয়ারটেলের (Airtel) 100 টাকা থেকে 300 টাকার মধ্যে ডেটা প্যাক

এয়ারটেল ইউজারদের জন্য 100 টাকা থেকে 300 টাকা বাজেটের মধ্যে চারটি ডেটা প্ল্যান অফার করছে।

  • এয়ারটেলের 119 টাকার প্ল্যানে অফার করা হচ্ছে মোট 15GB ডেটা। এই প্ল্যানের সাথে পাওয়া যাবে Airtel XStream অ্যাপের ফ্রি অ্যাক্সেস।
  • এয়ারটেলের 131 টাকার প্রিপেইড প্ল্যানে অফার করা হচ্ছে মোট 100MB ডেটা। এই প্ল্যানে পাওয়া যাবে Amazon Prime অ্যাপের 30 দিনের ফ্রি অ্যাক্সেস। সেইসঙ্গে পাওয়া যাবে Airtel XStream, HelloTunes এবং Wynk Music অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন। ভ্যালিডিটি রয়েছে এখন যে প্ল্যান চলছে তার সমান।
  • এয়ারটেলের 248 টাকার ইন্টারনেট প্ল্যানে অফার করা হচ্ছে মোট 25GB ডেটা । সেইসঙ্গে পাওয়া যাবে Wynk Music অ্যাপের ফ্রি প্রিমিয়াম সাবস্ক্রিপশন। ভ্যালিডিটি প্রেজেন্ট প্ল্যানের সমানই।
  • এছাড়াও এয়ারটেলের 251 টাকার একটি ডেটা প্যাক রয়েছে। যেখানে অফার করা হচ্ছে মোট 50GB ডেটা।

রিলায়েন্স জিও (Reliance Jio) 100 টাকার মধ্যে ডেটা প্ল্যান-

রিলায়েন্স জিও 100 টাকা বাজেটের মধ্যে চারটি ডেটা প্ল্যান অফার করছে।

  • 11 টাকার জিও ডেটা প্যাকে অফার করা হচ্ছে 1GB ডেটা।
  • 21 টাকা 4G ভাউচার প্যাকে জিও গ্রাহকদের দিচ্ছে মোট 2GB ইন্টারনেটের সুবিধা।
  • 6GB ডেটা পাওয়া যাবে রিলায়েন্স জিও 51 টাকার ডেটা ভাউচারে।
  • মোট 12GB ডেটা অফার করা হচ্ছে 101 টাকার জিও ডেটা প্ল্যানে।
  • এই প্রত্যেকটি প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে কারেন্ট যে প্যাক চলছে তার সমান।

রিলায়েন্স জিও (Reliance Jio) 300 টাকা বাজেটের মধ্যে ডেটা প্ল্যান

রিলায়েন্স জিও 100 টাকা থেকে 300 টাকা বাজেটের মধ্যে তিনটি ওয়ার্ক ফ্রম হোম প্ল্যান অফার করছে।

  • 151 টাকার জিও প্ল্যানে পাওয়া যাবে মোট 30GB ডেটা বেনিফিট।
  • 201 টাকার প্রিপেইড প্ল্যানে জিও দিচ্ছে মোট 40GB ডেটা।
  • 251 টাকার প্ল্যানে রিলায়েন্স জিও ইউজারদের অফার করছে মোট 50GB ডেটা।
  • এই তিনটি প্ল্যানেরই ভ্যালিডিটি রয়েছে 30 দিন।

ভোডাফোন আইডিয়া (Vi) 100 টাকা বাজেটের মধ্যে ডেটা প্ল্যান

ভোডাফোন আইডিয়া(Vi) 100 টাকা বাজেটের মধ্যে তিনটি ডেটা প্ল্যান অফার করছে।

  • ভোডাফোন আইডিয়া(Vi) 16 টাকার ডেটা প্ল্যানে ইউজারদের অফার করা হচ্ছে মোট 1GB ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে এক দিন।
  • ভোডাফোন আইডিয়া(Vi) 48 টাকার প্ল্যানে পাওয়া যাবে মোট 3GB ডেটা।
  • 98 টাকার ভোডাফোন আইডিয়া(Vi) প্ল্যান ইউজারদের দেবে মোট 12GB ডেটা।
  • এই 48 টাকা এবং 98 টাকা দুটি ভোডাফোন আইডিয়া(Vi) প্ল্যানেরই ভ্যালিডিটি রয়েছে 28 দিন।

ভোডাফোন আইডিয়া (Vi) অন্যান্য ডেটা প্ল্যান-

ভোডাফোন আইডিয়া(Vi) 600 টাকা পর্যন্ত বাজেটে ইউজারদের ডেটা প্ল্যান অফার করছে।

  • ভোডাফোন আইডিয়া(Vi) 251 টাকার ডেটা প্ল্যানে অফার করা হচ্ছে মোট 50GB ডেটা। ভ্যালিডিটি রয়েছে 28 দিন।
  • ভোডাফোন আইডিয়া(Vi) 351 টাকার ওয়ার্ক ফ্রম হোম প্ল্যানে অফার করা হচ্ছে মোট 100GB ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে 56 দিন।
  • এছাড়া 601 টাকা বাজেটে ভোডাফোন আইডিয়া(Vi) অফার করছে মোট 75GB ডেটা বেনিফিটের প্ল্যান। ভ্যালিডিটি রয়েছে 56 দিন।

BSNL ডেটা ভাউচার-

সরকারি টেলিকম সংস্থা BSNL ইউজারদের বিভিন্ন ভ্যালিডিটির ডেটা ভাউচার অফার করছে।

  • 151 টাকার ডেটা ভাউচারে BSNL অফার করছে মোট 40GB ডেটা। প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে 28 দিন।
  • 198 টাকার BSNL ডেটা ভাউচারে ইউজার পাবেন ডেইলি 2GB ডেটা। মোট ভ্যালিডিটি রয়েছে 50 দিনের।
  • 247 টাকার ডেটা ভাউচারে BSNL অফার করছে 50GB হাই স্পিড ডেটা। ভ্যালিডিটি রয়েছে 30 দিনের।

 

টেলিকম কোম্পানির অন্যান্য প্ল্যান দেখতে এখানে ক্লিক করুন

Connect On :