digit zero1 awards

Airtel, Jio, BSNL, Vi: মাত্র 500 টাকার কমে প্রতিদিন 3GB ডেটা সহ কে অফার করছে সেরা প্ল্যান

Airtel, Jio, BSNL, Vi: মাত্র 500 টাকার কমে প্রতিদিন 3GB ডেটা সহ কে অফার করছে সেরা প্ল্যান
HIGHLIGHTS

রিলায়েন্স জিও এবং এয়ারটেল 500 টাকার মধ্যে 3GB ডেইলি ডেটা প্ল্যান অফার করছে

বিএসএনএল (BSNL) প্ল্যানে দেওয়া হচ্ছে আনলিমিটেড ডেটার সুবিধা

ভোডাফোন- আইডিয়া (Vi) 501 টাকার প্রিপেইড প্ল্যানে দেওয়া হচ্ছে 3GB ডেইলি ডেটা সঙ্গে স্ট্রিমিং বেনিফিট

রিলায়েন্স জিও (Reliance Jio), এয়ারটেল (Airtel), ভোডাফোন-আইডিয়া (Vi), বিএসএনএল (BSNL) টেলিকম কোম্পানিগুলি তাদের ডিজনি প্লাস হটস্টার (Disney+ Hotstar plans) বেনিফিট সমেত 3GB ডেইলি ডেটা প্যাকগুলির দাম বাড়িয়েছে। এখন এই প্ল্যানগুলির দাম শুরু হচ্ছে 499 টাকা থেকে। তবে 500 টাকার মধ্যে টেলিকম কোম্পানিগুলি 3GB ডেইলি ডেটা সমেত বেশ কিছু প্ল্যান অফার করছে। এই প্ল্যানের কয়েকটিতে পাওয়া যাচ্ছে বাড়তি ডেটার  কুপন, যেগুলিকে প্ল্যানের ভ্যালিডিটি পিরিয়ডের মধ্যে খরচ করতে হবে।

Jio 349 টাকার প্রিপেইড প্ল্যান-

এই প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে 28 দিন। প্ল্যানে দেওয়া হচ্ছে প্রতিদিন 3GB ডেটা। সেইসঙ্গে রয়েছে আনলিমিটেড ডোমেস্টিক কলের বেনিফিট। এই জিও প্ল্যানে পাওয়া জচ্ছে সমস্ত জিও অ্যাপের ফ্রি- সাবস্ক্রিপশন। 

Jio 499 টাকার প্রিপেইড প্ল্যান-

এই জিও প্ল্যানে দেওয়া হচ্ছে প্রতিদিন 3GB ডেটা, মোট 28 দিনের জন্য। এছাড়া দেওয়া হচ্ছে অ্যাডিশনাল 6GB ডেটা। এই প্ল্যানে পাওয়া যাচ্ছে আনলিমিটেড কলের সুবিধা। সেইসঙ্গে মিলছে জিও অ্যাপগুলির ফ্রি অ্যাক্সেস। এছাড়া পাওয়া যাচ্ছে ডিজনি প্লাস হটস্টারের মোবাইলে এডিশনের একবছরের ফ্রি সাবস্ক্রিপশন।

Airtel 398 টাকার প্রিপেইড প্ল্যান-

এয়ারটেলের এই প্রিপেইড প্ল্যানে দেওয়া হচ্ছে প্রতিদিন 3GB ডেটা। প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে পাওয়া যাচ্ছে আনলিমিটেড কলিং এবং ডেইলি 100 ফ্রি এসএমএসের সুবিধা। অ্যাডিশনাল বেনিফিট হিসেবে পাওয়া যাচ্ছে Airtel XStream প্রিমিয়াম এবং Wynk Music এবং  Shaw Academy অ্যাপের ফ্রি অ্যাক্সেস। কাস্টমারদের জন্য এই এয়ারটেল প্রিপেইড প্ল্যান দিচ্ছে FASTag অ্যাপে 150 টাকার ক্যাশব্যাক এবং ফ্রি Hello Tunes। এই প্ল্যানে আর অন্য কোনো স্ট্রিমিং বেনিফিট নেই। 

Airtel 499 টাকার প্রিপেইড প্ল্যান-

এয়ারটেলের 499 টাকার প্রিপেইড প্ল্যানে দেওয়া হচ্ছে 3GB ডেইলি ডেটা । সঙ্গে পাওয়া যাচ্ছে আনলিমিটেড কল এবং প্রতিদিন 100 ফ্রি এসএমএস। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এই এয়ারটেল প্ল্যানের সঙ্গে পাওয়া যাচ্ছে ডিজনি প্লাস হটস্টারের মোবাইলে এডিশনের সাবস্ক্রিপশন। এছাড়াও মিলছে অ্যামাজন প্রাইম ভিডিও অ্যাপের মোবাইলে এডিশনের ফ্রি অ্যাক্সেস। এই প্ল্যানে দেওয়া হচ্ছে  Apollo 24/7, Wynk Music অ্যাপের ফ্রি অ্যাক্সেস। এছাড়া মিলছে ফ্রি Hello Tunes, অনলাইন কোর্সের ফ্রি অ্যাক্সেস এবং FASTag অ্যাপে 100 টাকার ক্যাশব্যাক।

Vodafone-Idea (Vi) 501 টাকার প্রিপেইড প্ল্যান-

ভোডাফোন- আইডিয়ার এই প্রিপেইড প্ল্যান অফার করছে ডেইলি 3GB ডেটা। প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে দেওয়া হচ্ছে বাড়তি 16GB ডেটা বেনিফিট। প্ল্যানে মিলছে ডিজনি প্লাস হটস্টারের এক বছরের ভিআইপি সাবস্ক্রিপশন। এছাড়া পাওয়া যাচ্ছে প্রতিদিন 100 ফ্রি এসএমএস। অ্যাডিশনাল বেনিফিট হিসেবে দেওয়া হচ্ছে হাই- স্পিড নাইট টাইম ইন্টারনেট, উইকেন্ড ডেটা রোলওভার বেনিফিট ছাড়াও Vi মুভিজ এবং Vi টিভি অ্যাপের ফ্রি অ্যাক্সেস। 

BSNL 398 টাকার প্রিপেইড প্ল্যান- 

এই বিএসএনএল (BSNL) প্ল্যানে দেওয়া হচ্ছে আনলিমিটেড ডেটার সুবিধা, কোনোরকম স্পিড লিমিট ছাড়াই। এছাড়াও এই প্ল্যানে মিলছে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 ফ্রি এসএমএসের সুবিধা।

 

 

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo