Airtel, Jio এবং BSNL ভারতের তিনটি বড় টেলিকম কোম্পানি। এই তিনটি কোম্পানি গ্রাহকদের বিভিন্ন দামের রিচার্জ প্ল্যান অফার করে। কোম্পানির তালিকায় কম দাম থেকে বেশি দামি যা দিন, মাসিক এবং বার্ষিক রিচার্জ প্ল্যানে লিস্ট রয়েছে। এই খবরে আমরা তিনটি কোম্পানির 300 টাকার কম দামে আসা সেরা প্ল্যান সম্পর্কে বলবো। এই প্ল্যানে গ্রাহকরা 28 দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং এবং ডেটা সুবিধা পাবেন। আসুন জেনে নেওয়া যাক আর কী সুবিধা রয়েছে এতে।
জিওর এই রিচার্জে গ্রাহকরা 28 দিনের ভ্যালিডিটি পাবেন। এই রিচার্জে প্রতিদিন 1.5 জিবি ডেটা অফার করা হয়। পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা মোট 42 জিবি ডেটা পাবেন। এই প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 100টি SMS অফার করা হয়। প্রতিদিনের ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 64Kbps হয় যাবে। এছাড়া এতে JioTV, JioCinema এবং JioCloud-এ অ্যাক্সেস পাওয়া যাবে।
আরও পড়ুন: 2000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে Nothing CMF Phone 1, জানুন কোথায় পাবেন সস্তায়
এয়ারটেল এর 299 টাকার প্ল্যানে প্রতিদিন 1GB ডেটা, আনলিমিটেড লোকাল, STD এবং রোমিং কলিং সুবিধা দেওয়া হচ্ছে। এই প্ল্যানে, Wynk-এর মাধ্যমে হ্যালোটিউনস অফার করা হয়। এছাড়া প্রতিদিনের 1 জিবি ডেটা পাওয়া যাবে। প্রতিদিনের লিমিট শেষ হওয়ার পর স্পি়ড কমে 64kbps হয় যাবে।
বিএসএনএল এই প্ল্যানে গ্রাহকদের 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। পুরো ভ্যালিডিটিতে প্রতিদিন 2GB ডেটা পাওয়া যাবে। সেই হিসেবে মোট 56 জিবি ডেটা ব্যবহার করা যাবে এতে। প্রতিদিনের লিমিট শেষ হওয়ার পর স্পিড কমে 40Kbps হয় যাবে। বিএসএনএল-এর এই প্রিপেইড প্ল্যানে গ্রাহকদের 100 SMSও দেওয়া হয়। এছাড়া থাকছে গ্রাহকদের জন্য লোকধুন এবং জিং-এর মতো কিছু পরিষেবাও।
তিনটি কোম্পানির 300 টাকার কম দামের প্ল্যানে কোন কোম্পানি বেশি সুবিধা দিচ্ছে আপনি তুলনা করতে পারেন। সেই হিসেবে আপনি আপনার প্রয়োজন এবং পছন্দের রিচার্জ করাতে পারবেন।
আরও পড়ুন: কার্ভড ডিসপ্লে সহ আগামী মাসে আসছে Realme এর সস্তা ফোন, দাম হবে 15000 টাকা