400 টাকার মধ্যের এই প্ল্যানে আনলিমিটেড কলিং, ডাটা আর SMS য়ের সুবিধা পাওয়া যায়
ভারতের টেলিকম বাজারে এয়ারটেল, ভোডাফোন, আর রিলায়েন্স জিও জনপ্রিয় কিছু টেলিকম কোম্পানি। আর সব টেলিকম কোম্পানি গুল সাবস্ক্রাইব বাড়ানোর জন্য একের পর এক দারুন সব প্ল্যান নিয়ে হাজির হয়। আর আজকে আমরা এখানে 400টাকার মধ্যের দারুন কিছু প্ল্যান দেখব।
রিলায়েন্স জিওর 399 টাকার প্ল্যান
রিলায়েন্স জিওর 399 টাকার প্রিপেড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল আর প্রতিদিন 100 টি SMS পাওয়া যাচ্ছে। আর ডাটা বেনিফিটের ক্ষেত্রে এই প্ল্যানে 1.5GB ডাটা অফার করে আর এর বৈধতা 84 দিনের। এর মানে এই যে এই প্ল্যানে 126GB ডাটা পাওয়া যাচ্ছে। আর এছাড়া এই প্ল্যানে জিও অ্যাপের অ্যাক্সেস পাওয়া যাচ্ছে।
ভোডাফোনের 399 টাকার প্ল্যান
ভোডাফোনের এই প্ল্যানটিও 84 দিনের জন্য বৈধ আর এই প্ল্যানে ইউজার্সরা আনলিমিটেড লোকাল, STD রোমিং কল আর প্রতিদিন 100টি SMS য়ের সঙ্গে প্রতিদিন 1GB ডাটা পাচ্ছেন। আর এই প্ল্যানে ইউজার্সরা ভোডাফোন প্লে অ্যাপের অ্যাক্সেসও পাচ্ছেন।
এয়ারটেলের 399টাকার প্ল্যান
এয়ারটেলের এই প্ল্যানটি 84 দিনের বৈধতা যুক্ত আর এতে লোকাল, STD রোমিং কলিং অফার পাওয়া যাচ্ছে। আর এই প্ল্যানের এর সঙ্গে প্রতিদিনের 100টি SMS য়ের সুবিধাও আছে। আর এয়ারটেল ইউজার্সরা এই প্ল্যানে প্রতিদিন 1GB ডাটার সুবিধা পাচ্ছে।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।