এয়ারটেল, রিলায়েন্স জিও এবং ভোডাফোন- আইডিয়া 2000 টাকার মধ্যে বেশ কয়েকটি প্রিমিয়াম পোস্টপেইড প্ল্যান
পোস্টপেইড প্ল্যানগুলি শুরু হচ্ছে 999 টাকা থেকে এবং শেষ হচ্ছে 2299 টাকায়
প্রতিটি প্রিমিয়াম পোস্টপেইড প্ল্যানে রয়েছে আনলিমিটেড ডেটা এবং কলিং বেনিফিট
এয়ারটেল (Airtel), রিলায়েন্স জিও (Reliance Jio) এবং ভোডাফোন- আইডিয়া (Vi) টেলিকম সংস্থা গ্রাহকদের জন্য বিভিন্ন রেঞ্জের পোস্টপেইড প্ল্যান অফার করে থাকে। এই তিনটি সংস্থাই 2000 টাকার মধ্যে বেশ কয়েকটি প্রিমিয়াম বেনিফিট সমেত প্ল্যান নিয়ে এসেছে। এই পোস্টপেইড প্ল্যানগুলির মধ্যে কয়েকটি প্ল্যান দিচ্ছে অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, ডিজনি প্লাস হটস্টারের মতন OTT প্ল্যাটফর্মের ফ্রি অ্যাক্সেস।
যে সমস্ত ইউজারেরা অ্যাড অন কানেকশনের সুবিধা সমেত ডেটা এবং স্ট্রিমিং বেনিফিট সমেত পোস্টপেইড প্ল্যানের সন্ধানে রয়েছেন, তাদের জন্য এই সমস্ত প্ল্যানগুলি এক্কেবারে উপযুক্ত। যদিও ভোডাফোন-আইডিয়া (Vi) গ্রাহকদের জন্য প্রিমিয়াম রেঞ্জের পোস্টপেইড প্ল্যানগুলিকে ইন্ডিভিজুয়াল এবং ফ্যামিলির সেকশনে ভাগ করেছে।
আসুন দেখে নেওয়া যাক 2000 টাকা বাজেটের মধ্যে এয়ারটেল, জিও এবং ভোডাফোন- আইডিয়া কি কি বেনিফিট সমেত পোস্টপেইড প্ল্যান অফার করছে-
এয়ারটেলের (Airtel) 999 টাকার পোস্টপেইড প্ল্যান-
এয়ারটেলের এই পোস্টপেইড প্ল্যানে পাওয়া যাবে আনলিমিটেড কলিং এবং ডেইলি 100 ফ্রি এসএমএসের বেনিফিট।
এই প্ল্যানে প্রতিমাসে অফার করা হচ্ছে মোট 150 GB 3G বা 4G ডেটা। এই প্ল্যানে মাসিক ডেটা রোলওভারের পরিমান 200GB।
এই পোস্টপেইড প্ল্যান অফার করছে ডিজনি প্লাস হটস্টার, অ্যামাজন প্রাইম এবং Airtel XStream অ্যাপের একবছরেরে ফ্রি সাবস্ক্রিপশন।
এই পোস্টপেইড প্ল্যান দেবে 4 ফ্যামিলি অ্যাড- অন কানেকশনের বেনিফিট। যার মধ্যে তিনটি রেগুলার কানেকশন এবং একটি অ্যাড-অন কানেকশন।
অ্যাডিশনাল বেনিফিট হিসেবে এই পোস্টপেইড প্ল্যানে দেওয়া হচ্ছে হ্যান্ডসেট প্রটেকশনের বেনিফিট। সঙ্গে রয়েছে অ্যাড-অন কানেকশনের জন্য আনলিমিটেড কলের সুবিধা।
এছাড়াও এই প্ল্যানে মোট ডেটা লিমিট ওভার হয়ে গেলে প্রতি MB ডেটা ব্যবহারে খরচ পড়বে 2 পয়সা করে।
জিও (Reliance Jio) 999 টাকার পোস্টপেইড প্ল্যান-
এই পোস্টপেইড প্ল্যানে অফার করা হচ্ছে মোট 200GB ডেটা।
এই জিও প্ল্যানে দেওয়া হচ্ছে আনলিমিটেড কলিং এবং এসএমএসের বেনিফিট।
ইউজারেরা এই পোস্টপেইড প্ল্যান সাবস্ক্রাইব করলে পাবেন তিনটি অ্যাডিশনাল ফ্যামিলি সিমকার্ড।
এই পোস্টপেইড প্ল্যানে পাওয়া যাবে সমস্ত জিও অ্যাপের ফ্রি অ্যাক্সেস।
এই প্ল্যান কতদিন চলবে তা নির্ভর করছে বিলিং সাইকেলের ওপর।
এই জিও পোস্টপেইড প্ল্যানের সঙ্গে বাড়তি 99 টাকা দিলে পাওয়া যাবে অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন।
এই Vi ফ্যামিলি পোস্টপেইড প্ল্যান অফার করে মোট 5 টি কানেকশনের বেনিফিট। যার মধ্যে রয়েছে একটি প্রাইমারি কানেকশন এবং চারটি অ্যাড-অন কানেকশন।
এই প্ল্যানে পাওয়া যাচ্ছে প্রতিদিন 100 ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলের সুবিধা।
এই Vi ফ্যামিলি পোস্টপেইড প্ল্যানে সেকেন্ডারি ইউজারেরা প্রতিমাস পাচ্ছেন মোট 30GB ডেটা সঙ্গে 50GB ডেটা রোলওভারের বেনিফিট।
প্ল্যানে সেকেন্ডারি ইউজারদের দেওয়া হচ্ছে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 ফ্রি এসএমএসের সুবিধা।
এই প্ল্যানে দেওয়া হচ্ছে অ্যামাজন প্রাইম, Zee5 প্রিমিয়াম, Vi মুভিজ এবং টিভি অ্যাপের ফ্রি- সাবস্ক্রিপশন।
প্রসঙ্গত যারা 999 টাকার ভোডাফোন- আইডিয়ার পোস্টপেইড প্ল্যান নিতে ইচ্ছুক নন, তারা 1099 টাকার পোস্টপেইড প্ল্যান এনজয় করতে পারেন। এই প্ল্যানে দেওয়া হচ্ছে আনলিমিটেড ডেটা বেনিফিটের সঙ্গে নেটফ্লিক্সের সিঙ্গেল কানেকশনের সাবস্ক্রিপশন।
Airtel vs Jio vs Vodaphone Idea প্রিমিয়াম পোস্টপেইড প্ল্যান-
এয়ারটেলের (Airtel) 1599 টাকার পোস্টপেইড-
এয়ারটেলের এই দামী পোস্টপেইড প্ল্যান অফার করছে ভারতের যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলের বেনিফিট।
এই প্ল্যানে অফার করা হচ্ছে প্রতিদিন 100 ফ্রি এসএমএস।
ডেটা বেনিফিট হিসেবে এই পোস্টপেইড প্ল্যানে দেওয়া হচ্ছে মোট 500GB ডেটা, সাথে রয়েছে 200GB রোলওভার বেনিফিট।
মোট 500GB ডেটা খরচ হয়ে যাবার পরে প্রতি MB ডেটা ইউজে খরচ পড়বে 2 পয়সা করে।
এই প্ল্যানে দেওয়া হচ্ছে একটি রেগুলার এবং একটি ফ্যামিলির অ্যাড অন অর্থাৎ দুটি অ্যাড অন কানেকশনের সুবিধা।
এই পোস্টপেইড প্ল্যানে পাওয়া যাচ্ছে আনলিমিটেড ডেটার সঙ্গে প্রতি মাসে 100 ফ্রি এসএমএসের বেনিফিট।
এই Vi পোস্টপেইড প্ল্যান দিচ্ছে অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস হটস্টার, Vi মুভিজ এবং টিভি অ্যাপের একবছরের ফ্রি অ্যাক্সেস।
এই প্ল্যানে মিলছে নেটফ্লিক্সের একবছরের জন্য ফ্রি সাবস্ক্রিপশন।
এই ভোডাফোন- আইডিয়া প্রিমিয়াল প্ল্যান দিচ্ছে একবছরে চারবারের জন্য ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক এয়ারপোর্টের লাউঞ্জের অ্যাক্সেস একেবারে ফ্রি তে।
প্রসঙ্গত ভোডাফোন- আইডিয়ার তিনটি টপ-টায়ার ফ্যামিলি পোস্টপেইড প্ল্যান রয়েছে যেগুলির দাম 1299, 1699 এবং 2299 টাকা। 1299 টাকার পোস্টপেইড প্ল্যানে দেওয়া হচ্ছে মোট 300GB ডেটা সঙ্গে পাঁচটি কানেকশনের বেনিফিট। এই পোস্টপেইড প্ল্যানে দেওয়া হচ্ছে প্রাইম ভিডিও, ডিজনি প্লাস হটস্টার এবং Vi মুভিজ এবং টিভি অ্যাপের ফ্রি অ্যাক্সেস। ভোডাফোন- আইডিয়ার 1699 এবং 2299 টাকার REDX প্ল্যান দিচ্ছে আনলিমিটেড ডেটা বেনিফিটের সঙ্গে যথাক্রমে 3 টি এবং 5 টি অ্যাড-অন কানেকশনের সুবিধা। দুটি প্ল্যানেই পাওয়া যাচ্ছে প্রাইম ভিডিও, ডিজনি প্লাস হটস্টার এবং Vi মুভিজ এবং টিভি অ্যাপের ফ্রি অ্যাক্সেস।