Bharti Airtel -এর তরফে একাধিক প্ল্যানে এখন আনলিমিটেড 5G ডেটা অফার করে থাকা হয়। অর্থাৎ এক্ষেত্রে কোনও দৈনিক সীমা থাকে না ডেটা ব্যবহারের জন্য। Airtel -এর তরফে সম্প্রতি জানানো হয়েছে যাঁরা এই Airtel 5G plus উপলব্ধ আছে এমন জায়গায় থাকবেন তাঁরা এই আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করতে পারেন তাও বিনামূল্যে। তবে এটার জন্য তাদের কাছে 5G ফোন থাকা আবশ্যক।
ঠিক এক জিনিস Jio করেছিল যখন তাঁরা প্রথমবারের জন্য 4G লঞ্চ করেছিল। Jio ও Airtel -এর মতো এবারও 5G ডেটা ব্যবহারের ক্ষেত্রে দৈনিক কোনও লিমিট রাখেনি। তবে Airtel তার থেকে একটু এগিয়ে আরও সুবিধা দিচ্ছে। বিনামূল্যে এই পরিষেবা ব্যবহারের সুযোগ দিচ্ছে Airtel।
যে গ্রাহকরা Airtel 5G Plus নেটওয়ার্ক উপলব্ধ এমন অঞ্চলে থাকেন তাঁরা 5G ডেটা বিনামূল্যে পেতে পারবেন। তবে তার জন্য এটা নিশ্চিত করতে হবে যে ব্যবহারকারীর কাছে যেন 5G ফোন থাকে। Airtel 5G যেন তাঁদের সেই ফোনে সাপোর্ট করে। আর এই আনলিমিটেড 5G ডেটা পেতে চাইলে গ্রাহকদের যেতে হবে Airtel Thanks App -এ।
আপনি যদি Airtel 5G -এর সঙ্গে প্রথমবার যুক্ত হতে চান তাহলে সেটার জন্য আপনাকে সবার আগে আপনার ফোনের সেটিংসে যেতে হবে। তারপর সেখান থেকে নেটওয়ার্ক এবং ডেটা অপশনে। এবার Airtel SIM অপশনে ক্লিক করুন। এবার সবশেষে 5G নেটওয়ার্ক এনাবেল করে দিন।
তবে যদি আপনি 5G উপলব্ধ আছে এমন শহরে থেকেও এই পরিষেবার আনন্দ নিতে না পারেন তাহলে Airtel Thanks App এ গিয়ে দেখুন কখন সেই জায়গায় 5G ডেটা ব্যবহার করা যাবে। বর্তমানে এই পরিষেবা দেশের 270টির বেশি শহরে উপলব্ধ আছে।
Airtel এখন 239 টাকা বা তার বেশি দামের রিচার্জ করলেই আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুযোগ দিচ্ছে। যে গ্রাহকরা 239, 265, 296, 299, 319, 359, 399, 455, 479, 489, 499, 509, 519, 549, 666, 699, 719, 779, 839, 999, 1799, 2999, এবং 3359 টাকার প্ল্যান রিচার্জ করবেন তাঁরা এই সুবিধা পাবেন। উল্লেখযোগ্য এর মধ্যে কিছু প্ল্যানে OTT বেনিফিট মিলবে অর্থাৎ Amazon Prime, Disney Plus Hotstar -এর ফ্রি সাবস্ক্রিপশন মিলবে সেখানে।
Airtel এখন আনলিমিটেড 5G ডেটা অফার করে থাকে তার সমস্ত পোস্টপেইড প্ল্যানে। এর মধ্যে আছে 399, 499, 599, 999, 1199, 1499 প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকরা যেমন আনলিমিটেড কল করার বা মেসেজ পাঠানোর সুবিধা পাবেন তেমনই মিলবে আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুযোগ। 499 টাকা থেকে 1499 টাকার মধ্যে কোনও প্ল্যান রিচার্জ করলে অতিরিক্ত সুবিধা হিসেবে মিলবে Amazon Prime, Disney Plus Hotstar -এর সাবস্ক্রিপশন।