Airtel এর গ্রাহকদের মাথায় হাত! থাকছে না 99 টাকার প্ল্যান, সর্বনিম্ন প্ল্যানের মূল্য বেড়ে কত হল?

Updated on 22-Nov-2022
HIGHLIGHTS

দুটি রাজ্যে Airtel বন্ধ করে দিতে চলেছে তাদের 99 টাকার প্ল্যান

তার বদলে আনা হল 155 টাকার সর্বনিম্ন মূল্যের মাসিক প্ল্যান

আগামীতে এই প্ল্যান গোটা দেশজুড়ে চালু করা হবে বলে জানা গিয়েছে

Bharti Airtel আবার তাদের সর্বনিম্ন মাসিক প্ল্যানের মূল্য বাড়াতে চলেছে। হরিয়ানা এবং ওড়িশায় এই প্ল্যান এক লাফে 57% বাড়ানো হল। জানা গিয়েছে এই বেসরকারি টেলিকম অপারেটর তাদের 99 টাকার প্ল্যানটি এই দুই রাজ্যে বন্ধ করে দিতে চলেছে। এখন তার জায়গায় আনা হবে 155 টাকার নতুন প্ল্যান। এটাই হবে Airtel এর সর্বনিম্ন প্রিপেইড প্ল্যান। আপাতত এই দুই রাজ্যে চালু হলেও, আগামীতে এই প্ল্যানটি গোটা ভারতজুড়েই চালু করা বলে জানা গিয়েছে। 

Airtel এর ওয়েবসাইট এবং অ্যানালিস্টদের মতে, এই দুই রাজ্যে 155 টাকার নিচে যে প্রিপেইড প্ল্যানগুলো ছিল সব বন্ধ করে দিতে চলেছে Airtel। এতদিন Airtel এর তরফে 99 টাকায় 200MB ডেটা এবং 2.5 পয়সায় প্রতি সেকেন্ড কথা বলার সুযোগ দিত। এই প্ল্যানের বৈধতা ছিল 28 দিন। কিন্তু এখন আর এই প্ল্যান থাকবে না তার বদলে আসতে 155 টাকার প্ল্যান। 

রিসার্চ অ্যানালিস্ট সঞ্জেশ জৈন এবং আকাশ কুমার ICICI Securities এর একটি রিপোর্টে জানিয়েছেন, এতদিন এই 99 টাকার প্ল্যানে 99 টাকার টক টাইম এবং 200MB ডেটা পাওয়া যেত 28 দিনের জন্য। এখন এই নতুন 155 টাকার প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল সহ 1GB ডেটা, 300 SMS এর সুবিধা মিলবে। ফলে সর্ব নিম্ন প্রিপেইড প্ল্যানের মূল্যে Airtel প্রায় 57% বৃদ্ধি ঘটাল তাও এক লাফে। 

Airtel এর নতুন 155 টাকার প্রিপেইড প্ল্যান

Airtel এর নতুন প্রিপেইড প্ল্যানে 24 দিনের বৈধতা মিলবে। সঙ্গে পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কল, 1GB ডেটা এবং 300 টি SMS পাঠানোর সুবিধা। এছাড়া Wynk Music এবং HelloTunes এর সুবিধা তো আছেই। এতদিন 99 টাকায় বেশিদিনের প্ল্যানের বৈধতা মিলত, কিন্তু এখন সেটা কমে 24 দিন হয়ে গেল। উল্টে দাম  57% বেড়ে গেল। ফলে গ্রাহকরা বাধ্য হবেন ঘন ঘন এই প্ল্যানের রিচার্জ করতে।

আপাতত ট্রায়ালের জন্য Airtel এর তরফে এই প্ল্যানটি হরিয়ানা এবং ওড়িশায় চালু করা হয়েছে। পরে এটা গোটা দেশেই আনা হবে। শুধু তাই নয়, Airtel এর যত প্রিপেইড প্ল্যান আছে 28 দিনের জন্য যার মূল্য 155 টাকার নিচে সেগুলো সব বন্ধ করে দেওয়া হবে বলেই খবর। যদি এটা সত্যি গোটা দেশ জুড়ে আনা হয় তখন গ্রাহকরা বাধ্য হবেন হয় এই প্ল্যান মেনে নিতে, নইলে Airtel এর পরিষেবা ছেড়ে দিতে। কারণ একবারে এতটা দাম বাড়ানোর ফলে তাও সর্বনিম্ন প্ল্যানের অনেকেই হয়তো সেটা কেনার ক্ষমতা রাখবেন না। এর মাত্র এক বছর আগে, 2021 সালে Airtel 79 টাকা থেকে তাদের সর্বনিম্ন প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়ে 99 করেছিল।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :