Airtel-এর তরফে 99 টাকার প্ল্যান সরিয়ে নেওয়া হল? দেখুন সেরা বিকল্প প্ল্যান কী?
9টি অঞ্চল থেকে 99 টাকার প্ল্যানটি সরিয়ে দিল ভারতী এয়ারটেল
99 টাকার প্ল্যানের আছে 79 টাকার প্ল্যান সরিয়ে দেওয়া হয়েছিল, তখন সেটা সর্বনিম্ন প্ল্যান ছিল
এছাড়াও 2021 সালে 49 টাকারও একটি প্ল্যান ছিল Airtel -এর
Bharti Airtel -এর তরফে নেওয়া হল একটি বিরাট পদক্ষেপ। ভারতের 9টি অঞ্চল থেকে সরিয়ে দেওয়া হল 99 টাকার প্ল্যানটি। মনে করা হচ্ছে আগামীতে এটি আরও অঞ্চল থেকে সরিয়ে দেওয়া হবে। এই 99 টাকার প্ল্যানটির আছে 79 টাকার প্ল্যান ছিল Airtel -এর সর্বনিম্ন প্ল্যান। কিন্তু মাত্র দুই বছরের মধ্যেই এই বেসিক প্ল্যানের দাম 150 টাকার গণ্ডি টপকে গেল। এর আগে 2021 সালে বেসিক প্ল্যান ছিল 49 টাকার। সেটাকে বাড়িয়ে সেই বছরই করা হল 79 টাকা। তারপর সেখান থেকে 99 টাকা এবং এখন সেই প্ল্যানটাও তুলে নেওয়া হল।
Airtel তো 99 টাকার প্ল্যান সরিয়ে দিল, এবার?
যেহেতু 9টি অঞ্চল থেকে আপাতত এই 99 টাকার প্ল্যান সরানো হয়েছে এবং আগামীতে আরও একাধিক অঞ্চল থেকে এটি তুলে নেওয়া হবে, সেহেতু Airtel -এর গ্রাহকরা চাইলে এখন থেকে 155 টাকার প্ল্যানটি রিচার্জ করতে পারেন। এটাই এই সংস্থার এরপরের সব থেকে ভালো প্ল্যান এবং সব থেকে কম দামী। তবে বাকি অন্যান্য প্ল্যানের দাম কিন্তু বাড়ায়নি Airtel। কেবল তাদের বেসিক প্ল্যানটা সরিয়ে দিল। গ্রাহকদের এখন 155 টাকা দিয়েই রিচার্জ করতে হবে।
এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন 1 GB ডেটা সহ আনলিমিটেড ভয়েস কল, 300টি মেসেজ পাঠানোর সুবিধা। এটির বৈধতা হল 24 দিন। এছাড়া অতিরিক্ত সুবিধা হিসেবে Wynk Music এবং Hellotunes -এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে। তবে প্ল্যানের দাম বাড়লেও এটা ঠিক যে আনলিমিটেড কল করার সুবিধা মিলবে। কিন্তু বৈধতা যেহেতু বেশিদিনের নয়। সেহেতু 24 দিন পর পর রিচার্জ করতে হবে।
কেন 99 টাকার প্ল্যানটা সরিয়ে দিল Airtel?
Airtel -এর গ্রাহক প্রতি অ্যাভারেজ টার্গেট রেভিনিউ প্রতি মাসে 300 টাকা করতে চলেছে আগামী বছরগুলোতে। আর সেটা লক্ষ্য করে এগিয়ে চলতে গেলে তাদের ধীরে ধীরে এই ভাবে ট্যারিফ বাড়াতে হবে। 2023 সালের দ্বিতীয় কোয়ার্টারে এই টেলিকম সংস্থার প্রতি মাসে এই গ্রাহক প্রতি অ্যাভারেজ টার্গেট রেভিনিউ হবে 190 টাকা। তৃতীয় কোয়ার্টারের শেষে সেটা বেড়ে 194 টাকা হবে বলেই আশা করা হচ্ছে।
Airtel যেভাবে তার প্ল্যানের দাম বাড়াচ্ছে মনে করা হচ্ছে আগামীতে Jio সহ অন্যান্য টেলিকম সংস্থাও তাদের ট্যারিফ এর দাম বাড়াবে। এতে তাদের লাভ বেশি হবে। আর লাভ বেশি হওয়া মানে তারা আরও বেশি করে ইনভেস্ট করবে এবং উন্নতমানের পরিষেবা দেবে।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile