digit zero1 awards

Airtel গ্রাহকরা বিনামূল্য়ে পাবেন Zee5 প্রিমিয়াম সাবস্ক্রিপশন, জেনে নিন কীভাবে পাবেন এই অফার?

Airtel গ্রাহকরা বিনামূল্য়ে পাবেন Zee5 প্রিমিয়াম সাবস্ক্রিপশন, জেনে নিন কীভাবে পাবেন এই অফার?
HIGHLIGHTS

এয়ারটেল থ্যাংকসের সমস্ত গ্রাহকদের জন্য় Zee5 এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন

কোম্পানি শুরু করল Airtel-Zee5 Summer Bonanza

১৪৯ টাকা বা তার বেশি দামের আনলিমিটেড প্ল্য়ান রিচার্জে এই সুবিধা পাওয়া যাবে

লকডাউনে দেশজুড়ে মানুষরা ঘরবন্দি। তাই মানুষের ভিড় জমেছে ভিডিও স্ট্রিমিং প্ল্য়াটফর্মে। এই কারনে গ্রাহকদের জন্য় দুর্দান্ত অফার নিয়ে এল এয়ারটেল (Airtel)।

এয়ারটেল শুরু করল নিজেদের এয়ারটেল থ্যাংকসের সমস্ত গ্রাহকদের জন্য় ওটিটি প্ল্য়াটফর্ম Zee5 এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন, তাও বিনা মূল্য়ে। এমনটি ঘোষনা করেছে কোম্পানি।কোম্পানি শুরু করল Airtel-Zee5 Summer Bonanza।

এই অফারে এয়ারটেল য়ুজার্সরা বিনামূল্য়ে জি৫ সাবস্ক্রিপশন ব্য়বহার করতে পারবেন।

কি ভাবে নেবেন Airtel-Zee5 Summer Bonanza-র লাভ?

এয়ারটেল ব্য়বহারকারীরা Airtel Thanks অ্য়াপে গিয়ে জি৫ এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন একটিভ করতে পারবে। কোম্পানির ১৪৯ টাকা বা তার বেশি দামের আনলিমিটেড প্ল্য়ান রিচার্জ করলেই এই সুবিধা পাওয়া যাবে। কোম্পানির তরফ থেকে এই অফার সম্পর্কে জানানো হয়েছে।

Airtel Thanks থেকে নিজের সাবস্ক্রিপশন পাওয়ার পরে ফোনে Zee5 ইন্সটল করতে হবে। অফার শেষ হলে সাবস্ক্রিপশন রিচার্জ করে Zee5 দেখা চালিয়ে যেতে পারবেন গ্রাহকরা।

তবে শুধুমাত্র প্রিপেড গ্রাহকদের নয়, পোস্টপেড ও ব্রডব্যান্ড গ্রাহকদেরও একই সুবিধা দিচ্ছে এই কোম্পানিটি। এছাড়াও পোস্টপেড ও ব্রডব্যান্ড গ্রাহকরাও এই সুবিধা পাবেন। Airtel Thanks অ্যাপ থেকে 12 জুলাই পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo