এয়ারটেলের নতুন অফারে গ্রাহকরা ১৩ মার্চ থেকে পেয়ে যাচ্ছেন বিনামূল্যে ডেটা পরিষেবা৷
সস্তায় ডেটা পরিষেবা দেওয়া নিয়ে শুরু হয়ে গিয়েছে ট্যারিফ যুদ্ধ৷ হোলি উৎসবে 'ডেটা' ছড়িয়ে দিল ভারতী এয়ারটেল। ৩০ জিবি ডেটা ফ্রি। একমাস নয়, টানা তিন মাস ভারতী এয়ারটেলের গ্রাহকরা ৩০ জিবি করে ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। অর্থাৎ ৯০ দিনের বৈধতায় ৯০ জিবি ডেটা ব্যবহার করতে এয়ারটেল গ্রাহকদের এক টাকাও খরচ করতে হবে না।
এয়ারটেলের নতুন অফারে পোস্ট পেড গ্রাহকরা ১৩ মার্চ থেকে পেয়ে যাচ্ছেন বিনামূল্যে ডেটা পরিষেবা৷ সম্প্রতি সংস্থার তরফে গ্রাহকদের কাছে পাঠানো ইমেলে এমনটাই জানানো হয়েছিল৷ প্রতিশ্রুতি রেখে এবার সত্যি সত্যি গ্রাহকদের ৩০ জিবি ফ্রি ফোর-জি ডেটা দিচ্ছে এয়ারটেল। এয়ারটেল কমিউনিকেশনের পোস্টপেড উপভোক্তারাই কেবল এই সুবিধা উপভোগ করতে পারবেন। ভারতী এয়ারটেল এই প্ল্যানের নাম দিয়েছে 'এয়ারটেল সারপ্রাইজ'।
জিও'কে টেক্কা দিতে এর আগেও অনেক প্ল্যান লঞ্চ করেছে ভারতের সবথেকে বড় এবং ফাস্টেস্ট টেলি কমিউনিকেশন নেটওয়ার্ক ভারতী এয়ারটেল। ১ এপ্রিল থেকেই ডেটা ব্যবহার জন্য পকেট থেকে টাকা খসবে আম আদমির। ফ্রি'র দিন শেষ হতেই 'এয়ারটেল সারপ্রাইজ', আবার ফ্রি ডেটা ব্যবহারের সুযোগ করে দিল উপভোক্তাদের জন্য।