দেশের সেরা টেলিকম কোম্পানি Airtel তার গ্রাহকদের আবার একটি বড় ধাক্কা দিল। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, এয়ারটেল দেশের 22টি সার্কেলে তার বেস প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। এয়ারটেল এর বেস প্ল্যানটি আগে 99 টাকায় পাওয়া যেত, যা কোম্পানি এখন বাড়িয়ে 155 টাকা করে দিয়েছে। অর্থাৎ এয়ারটেল এর নম্বর এক্টিভ রাখতে গ্রাহকদের এখন প্রতি মাসে 155 টাকা রিচার্জ করাতে হবে।
এয়ারটেল তার গ্রাহক প্রতি অ্যাভারেজ টার্গেট রেভিনিউ বাড়াতে চলেছে। কোম্পানি গত বছরও প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়েছিল। টেলিকম সংস্থা 2022 সালের নভেম্বরেই কলকাতা, গুজরাট এবং মধ্যপ্রদেশের কয়েকটি রাজ্যে বেস প্ল্যানের দাম বাড়িয়েছিল।
ইকোনমিক টাইমসের রিপোর্টে কোম্পানির একজন শীর্ষ অধিকারী তরফে জানানো হয়েছে যে এই পদক্ষেপটি ARPU (অ্যাভারেজ রেভিনিউ পর টার্গেট) 200 টাকার উপরে নিয়ে যাওয়ার একটি চেষ্টা। 2022 সালের ডিসেম্বরে Airtel এর ARPU ছিল 193 টাকা।
Airtel প্রিপেইড প্ল্যানের দাম বাড়ানোর পর, দেশের 22টি সার্কেলে গ্রাহকদের প্রতি মাসে কমপক্ষে 155 টাকা রিচার্জ করতে হবে। Airtel গ্রাহকরা এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, 1GB ডেটা এবং 300 টেক্সট মেসেজ সুবিধা পাবেন। এর সাথে এয়ারটেলের এই প্ল্যানে উইঙ্ক মিউজিক, হ্যালো টিউনের মতো সুবিধাও পাওয়া যাচ্ছে। এখন এই রিচার্জে 24 দিনের মেয়াদ দেওয়া হয়।
এর আগে, Airtel-এর 99 টাকার প্ল্যানে টকটাইম এবং 200MB ডেটা দেওয়া হত। এই প্ল্যানের মেয়াদ 28 দিনের ছিল।