Home » News » Telecom » এয়ারটেলের ডাটা সেল ওভার অফার শুরু, বেচে থাকা ডাটা আগামী মাসেও ব্যবহার করা যাবে
এয়ারটেলের ডাটা সেল ওভার অফার শুরু, বেচে থাকা ডাটা আগামী মাসেও ব্যবহার করা যাবে
By
Aparajita Maitra |
Updated on 03-Aug-2017
HIGHLIGHTS
কোম্পানি 2018 সালে তাদের 4G VoLTE পরিষেবা শুরু করবে
এয়ারটেল গত মাসে ডাটা সেল ওভারের দাবি করেছিল, যাতে পোস্টপেড ইউজার্সরা এই মাস থেকে বেচে থাকা ডাটা পরের মাসে ব্যবহার করতে পারবে। এই অফারটি 1 আগস্ট থেকে শুরু হবে। এবার এই অফারটি সমস্ত ইউজার্সদের জন্য শুরু হয়ে গেছে।
এই ডাটা সোল ওভার অফারটি শুধু পোস্টপেড ইউজার্সদের জন্য পাওয়া যাচ্ছে। এখনও একে প্রিপেড ইউজার্সদের জন্য শুরু করা হয়নি। আর এর সঙ্গে এই অফারটি ব্রডব্যান্ড ইউজার্সদের জন্য শুরু হয়েছে।
সম্প্রতি এয়ারটেল একটি খবর জানিয়েছিল যে, কোম্পানি 2018 সালে তাদের 4G VoLTE পরিষেবা শুরু করবে। এর সঙ্গে কোম্পানি খুব তাড়াতাড়ি বান্ডেল ডাটাওর সঙ্গে একটি ফিচারফোনও নিয়ে আসবে। এই ফিচারফোনটি কোম্পানি নিজে বানাবে না। এই বান্ডেল অফারের মাধ্যমে এয়ারটেল, রিলায়েন্স জিওর ফিচার ফোনকে প্রতিযোগিতায় ফেলার কথা ভাবছে।