আপনি যাতে আপনার পছন্দ মতো ইন্টারনেট ব্যবহার করতে পারেন তার জন্য Airtel একাধিক ডেটা প্যাক অফার করে থাকে। Airtel একগুচ্ছ 4G ডেটা প্যাক অফার করে এক্সিস্টিং প্ল্যানের উপর। এখানে গ্রাহকরা 1 GB ডেটা থেকে 50 GB পর্যন্ত ডেটা পেতে পারেন। এই ক্রিকেটের মরশুমে সবারই এখন বেশি ডেটার প্রয়োজন আছে নির্বিঘ্নে খেলা দেখার জন্য। তাই আপনিও যদি আপনার এক্সিস্টিং প্ল্যানে উপর কোনও ডেটা প্ল্যান ভরাতে চান তাহলে দেখুন এই টেলিকম সংস্থার সেরা ডেটা প্ল্যানগুলোকে।
19 টাকার প্যাক: এই প্যাকে গ্রাহকরা পাবেন 1 GB ডেটা। হঠাৎ করে একদিনের জন্য যদি আপনার বেশি ডেটার প্রয়োজন হয় তখন এই প্যাক আপনাকে সাহায্য করতে পারে। এই প্যাকের বৈধতা 1 দিন।
181 টাকার প্যাক: আপনার যদি নিয়মিত স্বল্প পরিমাণে অতিরিক্ত ডেটা লাগে আপনার বর্তমানে প্ল্যানে যত ডেটা পান তার থেকে তাহলে আপনি এই ডেটা প্যাক বেছে নিতে পারেন। এখানে আপনি 30 দিনের জন্য রোজ 1 GB করে অতিরিক্ত ডেটা পাবেন। এখানে মোট 30 GB ডেটা মিলবে 30 দিনের জন্য।
301 টাকার প্যাক: আপনার যদি একসঙ্গে অনেক ডেটা লাগে এবং আচমকাই অনেক ডেটার প্রয়োজন হয়ে পড়ে আপনি তাহলে এই প্যাক বেছে নিতে পারেন। নিশ্চিন্তে অনলাইনে পছন্দসই কনটেন্ট দেখতে হলে বা বড় কোনও ফাইল ডাউনলোড করার হলেও এই প্যাক উপকারী। আপনার বর্তমান প্ল্যান যতদিনের ততদিনে জন্য আপনি মোট 50 GB ডেটা পাবেন এখানে। এখানে কোনও বৈধতা নেই।আপনার বর্তমান প্ল্যান যতদিন চলবে এটার সুবিধাও আপনি ততদিন পাবেন। ধরা যাক আপনার বর্তমান প্ল্যান 84 দিনের। তাহলে ততদিনে জন্য আপনি এই প্যাকের সুবিধা পাবেন। এই ডেটা প্ল্যানের সঙ্গে 1 বছরের জন্য Wynk Music প্রিমিয়ামের সাবস্ক্রিপশন মিলবে।
মনে রাখবেন এই প্রতিটা প্ল্যান কিন্তু আপনার বর্তমান প্ল্যানের উপর টপ আপ হিসেবে পাবেন।
দেশের প্রায় 500 টির বেশি শহরে এখন Airtel 5G উপলব্ধ হয়ে গিয়েছে। পোর্ট ব্লেয়ারেও পৌঁছে গিয়েছে এই পরিষেবা। আপনি যদি 5G উপলব্ধ আছে এমন জায়গায় থাকেন তাহলে আপনাকে আলাদা করে আর কোনও প্ল্যান রিচার্জ করতে হবে না। আপনি Airtel -এর 239 বা তার বেশি টাকার রিচার্জ করলে আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করতে পারবেন। আপনি যদি 5G ডেটা ব্যবহার করতে চান তাহলে আপনার নেটওয়ার্ককে 5G ওনলি মোড করে নিন এতে আপনার 4G ডেটা খরচ হবে না।