এয়ারটেলের এমন কিছু প্ল্যান যা 28 টাকা থেকে পাওয়া যায়

Updated on 23-Sep-2019
HIGHLIGHTS

98 টাকার আর 175 টাকার প্ল্যানে একই বেনিফিট পাওয়া যায়

28 টাকার প্ল্যান 28 দিনের জন্য বৈধ

এই সময়ে ভারতীয় এয়ারটেল তাদের প্রিপেড সাবস্ক্রাইবারদের জন্য পাঁচটি ডাটা প্ল্যান নিয়ে এসেছে এর দাম Rs 28, Rs 48, Rs 92, Rs 98  আর 175 টাকার প্ল্যান। এর মধ্যে সবার আগে কোম্পানি মোট চারটি ডাটা অন প্যাক অফার করেছে আর এবার এই অফার তালিকা পাঁচটি হল। 98 টাকা আর 175 টাকার প্ল্যানে পার্থক্য খুব একটা নেই। 98 টাকার প্যাকে 28 দিনের জন্য 6GB ডাটা আছে আর সেখানে 175 টাকার প্ল্যানে 6GB ডাটা বেনিফিট আছে।

এয়ারটেলের 28 টাকার প্যাক

এয়ারটেলের সব থেকে সস্তার ডাটা অ্যাড অন প্যাকের বিষয়ে যদি বল তবে এতে 28 টাকার প্ল্যান আছে যা আপনারা 28 দিনের বৈধতার সঙ্গেই পাবেন। আর এতে গ্রাহকরা ডাটার ব্যাবহার করতে পারবেন।

এয়ারটেল ডাটা প্যান 48 টাকার

এয়ারটেলের 48 টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকরা মোট 3GB ডাটা পাবেন আর এর সঙ্গে এই প্ল্যানটি 28 দিনের জন্য এসেছে। আর গ্রাহকরা এতে বেশি ডাটা ব্যাবহার করার জন্য অ্যাক্টিভেট করতে পারবেন।

এয়ায়রটেল ডাটা প্যাক 92 টাকার

এয়ারটেলের 92 টাকার প্রিপেড প্ল্যানে আপনারা 6GB ডাটা পাবেন আর এটি 7 দিনের জন্য বৈধ। আর এই প্ল্যানে গ্রাহকরা প্রিতিদিনের ডাটা লিমিট শেষ হলে ব্যাবহার করতে পারবেন। আর 6GB ডাটা লিমিট ভিডিও, সোশাল মিডিয়া ইত্যাদির জন্য ফিট হয়ে যায়।

এয়ারটেলের 98 টাকার প্ল্যান

এই 98 টাকার প্ল্যানে 6GB ডাটা অফার করা হয় আর এটি 28 দিনের জন্য বভইধ। আর এটির সঙ্গে আছে 10টি SMS। আর গ্রাহকরা ডেলি ডাটা লিমিট শেষ হলে এটি ব্যাবহার করতে পারবেন।

এয়ারটেলের 175 টাকার প্ল্যান

এই 175 টাকার প্ল্যানটিও নতুন ডাটা অ্যাড অন প্ল্যান আর এতে 6GB ডাটার সঙ্গে 28 দিনের বৈধতা পাওয়া যাচ্ছে। আর এই প্ল্যানের সঙ্গে 98 টাকার প্ল্যানের পার্থক্য কমই।

Connect On :