Bharti Airtel এর তরফে তাদের বেশ কিছু জনপ্রিয় প্ল্যানে বদল আনা হল। 699 এবং 99 প্ল্যানটিকে এই টেলিকম সংস্থা নতুন করে রিভাইস করে প্রকাশ করল। এখন থেকে এই দুটি ক্রিকেট প্ল্যানে Amazon Prime এর মেম্বারশিপ মিলবে Disney Plus Hotstar-র নয়। এই কথা সবার আগে প্রকাশ্যে আনে TeleconTalk। অন্যদিকে এখন থেকে আর 2,999 টাকার প্ল্যানে আর কোনও OTT প্ল্যানের সাবস্ক্রিপশন মিলবে না।
তবে 3,359 টাকার প্ল্যানে এক বছরের জন্য Amazon Prime Video এবং Hotstar মোবাইলের সাবস্ক্রিপশন মিলবে। এই প্ল্যান দুটোর আলাদা আলাদা দাম ছিল 599 টাকা এবং 499 টাকা। তবে হ্যাঁ এটা বলা যায় যে Airtel Jio এর মতো তাদের সব Hotstar প্ল্যানকে বাতিল করে দেয়নি। 499 টাকার প্ল্যানে এখনও Airtel তিনমাসের জন্য Disney Plus Hotstar-র সাবস্ক্রিপশন দিচ্ছে সঙ্গে রোজ 100টি মেসেজ এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা সহ।
এক ঝলক দেখে নিন Airtel এর 699, 999, 2,999 3,359 টাকার প্ল্যানে কী কী সুবিধা পাবেন এখন থেকে।
এটি একটি Airtel এর এন্ট্রি লেভেল ক্রিকেট রিচার্জ প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকরা রোজ 3GB ডেটা সহ আনলিমিটেড কল, রোজ 100টি করে মেসেজ পাঠানোর সুবিধা পাবেন এই প্ল্যানের বৈধতা 56দিনের। এই প্ল্যানে গ্রাহকরা ফ্রি Xstream মোবাইল প্যাকের সুবিধা পাবেন, সঙ্গে 56 দিনের জন্য Amazon Prime এর মেম্বারশিপ পাবেন। এছাড়া Apollo 24×7 সার্কেল এর সুবিধা সহ FastAg এ 100 টাকার ক্যাশব্যাক অফার সহ ফ্রি হ্যালোটিউন, উইঙ্ক মিউজিকের সুবিধা মিলবে।
এটা এয়ারটেলের দ্বিতীয় ক্রিকেট রিচার্জ প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকরা 84 দিনের সুবিধা পাবেন। সঙ্গে মিলবে 4G এর জন্য 2.5 GB ডেটা সহ আনলিমিটেড কল, রোজ 100টি করে মেসেজ পাঠানোর সুবিধা পাবেন। এই প্ল্যানে গ্রাহকরা 84 দিনের জন্য Xstream মোবাইল প্যাকের ট্রাই করার সুবিধা পাবেন, সঙ্গে Amazon Prime এর মেম্বারশিপ পাবেন যেখানে Prime Video এবং Prime Music দুটোরই সুবিধা পাবেন। এছাড়া Apollo 24×7 সার্কেল এর সুবিধা সহ FastAg এ 100 টাকার ক্যাশব্যাক অফার সহ ফ্রি হ্যালোটিউন, উইঙ্ক মিউজিকের সুবিধা মিলবে। এর সঙ্গে রিওয়ার্ডস মিনি মেম্বারশিপ।
এই প্ল্যানে এখন থেকে আর কোনও OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন মিলবে না। এই টেলিকম সংস্থা তাদের 499 টাকার প্ল্যান সহ Disney Plus Hotstar-র সাবস্ক্রিপশন বন্ধ করে দিয়েছে। এখানে 4G এর জন্য রোজ 2GB করে ডেটা মিলবে রোজ সঙ্গে আনলিমিটেড কল এবং রোজ 100টি করে মেসেজ পাঠানোর সুযোগ থাকবে। এছাড়া Wynk মিউজিক, ফ্রি হ্যালোটিউন, Apollo 24×7 সার্কেলের মেম্বারশিপ সহ FasTag 100 টাকার ক্যাশব্যাক মিলবে।
এটি একটি বার্ষিক প্ল্যান যেখানে আনলিমিটেড কল এবং রোজ 100টি করে মেসেজ পাঠানোর সুযোগ থাকবে। এছাড়া Wynk মিউজিক, ফ্রি হ্যালোটিউন, Apollo 24×7 সার্কেলের মেম্বারশিপ সহ FasTag 100 টাকার ক্যাশব্যাক মিলবে। এছাড়া 4G মোবাইলের জন্য রোজ 2.5GB করে ডেটা মিলবে সঙ্গে থাকবে এক বছরের জন্য Disney Plus Hotstar-র এবং Amazon Prime Video মোবাইলের ফ্রি সাবস্ক্রিপশন।