এয়ারটেল 35, 65 আর 95 টাকার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল

এয়ারটেল 35, 65 আর 95 টাকার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল
HIGHLIGHTS

এয়ারটেল এই তিনটি প্রিপেড প্ল্যান 28 দিনের জন্য বৈধ আর এটি ডাটা, টকটাইম আর ট্যারিফ বেনিফিট যুক্ত

এয়ারটেল তাদের নতুন প্রিপেড প্লায়নের রেঞ্জ নিয়ে এসেছে আর এই প্ল্যানে টকটাইম, 3G/4G ডাটা আর ট্যারিফ বেনিফিট পাওয়া যাচ্ছে। আর এই প্যাক্সের বৈশিষ্ট্য এই যে এর জন্য ইউজার্সরা অনেক কম দামে এগুলি পাবে। কোম্পানি বলেছে যে রিসার্চ আর গ্রাহকদের ফিডব্যাকের পরে এই তিনটি রিচার্জ প্যাক আনা হয়েছে। আর এই প্ল্যানে 35,65 আর 95 টাকার প্ল্যান আনা হয়েছে।

প্রথমে এয়ারটেল এই প্ল্যান তামিলনাড়ু, পশ্চিম উত্তর প্রদেশ আর পাঞ্জাবে নিয়ে আসবে আর এর পরে কয়েক সপ্তাহে সারা দেশে এই প্ল্যান গুলি পাওয়া যাবে। আর এয়ারটেলের দাবি এই যে এই প্ল্যান গুলিতে ডাটা কলিং, ফ্রি ন্যাশানাল রোমিং আর SMS  ইত্যাদি পাওয়া যাবে।

এয়ারটেলের নতুন 35 টাকার কম্বো প্ল্যান

এই প্ল্যানটিতে 100MB 3G/4G ডাটা, 26.66 টাকার টকটাইম, লোকাল আর STD কল প্রতিদিন 1 পয়সা প্রতি সেকেন্ড হিসাবে পাওয়া যাবে এর এটি 28 দিনের জন্য বৈধ।

এয়ারটেলের নতুন 65 টাকার কম্বো প্ল্যান                   

এই প্ল্যানে 200MB ডাটা, 65 টাকার টকটাইম, লোকাল আর STD কল প্রতি সেকেন্ডে 1 পয়সা করে ট্যারিফে পাওয়া যাবে আর এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ।

এয়ারটেলের নতুন 95 টাকার কম্বো প্ল্যান

95 টাকার এই প্ল্যানে 500MB 3G/4G ডাটা 95 টাকার টকটাইম পাওয়া যাবে। আর এই প্ল্যানের ট্যারিফ রেট 1 পয়সা প্রতি 2 সেকেন্ডে হবে। আর এই প্ল্যানের বৈধতা 28 দিনের।

 

Digit.in
Logo
Digit.in
Logo