এয়ারটেল নিয়ে এল তাদের নতুন 23 টাকার স্মার্ট রিচার্জ, এই অসাধারন জিনিস গুলি পাওয়া যাবে

Updated on 03-Dec-2018
HIGHLIGHTS

এয়ারটেল তাদের 23 টাকার স্মার্টরিচার্জ নিয়ে এল আর এটির বৈধতা 28 দিনের জন্য

নিজেদের পোর্টফোলিও ভাল করার জন্য টেলিকম অপারেটার গত মাসে কিছু নতুন পদক্ষেপ নিয়েছে। আর বিগত বেশ কিছু সময়ে এয়ারটেল, আইডিয়া আর ভোডাফোন তাদের মিনিমান রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে এদের দাম 35,65 আর 95 টাকার আর আমাদের লেটেস্ট রিপোর্ট অনুসারে এয়ারটেল তাদের নতুন ছোট প্ল্যান নিয়ে আসে যার দাম 23 টাকা করা হয়েছে।

এয়ারটেল ইউজার্সরা এই নতুন প্ল্যানের বিষয়ে এয়ারটেল তাদের অফিসিয়াল ওয়েবসাইট ‘স্মার্ট রিচার্জ’ প্ল্যানে গিয়ে দেখতে পারবেন। প্রথমে এয়ারটেল 25 টাকার স্মার্টরিচার্জ অফার করছে। আর এই প্ল্যানের বৈধতা 28 দিনের আর এতে STD আর লোকাল কল 2.5 পয়সা/ সেকেন্ডে অফার করা হচ্ছে। আর এর সঙ্গে SMS য়ের ক্ষেত্রে 1টাকা লোকাল আর ন্যাশানাল লেভেলে 1.5 টাকার চার্জ দিতে হবে। আর এই প্ল্যানে কোন ডাটা বেনিফিট নেই।

এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইটে 25 টাকা থেকে 245 টাকা পর্যন্ত স্মার্ট রিচার্জ করা হবে। আর 25 টাকাতে 18.69 টাকার টকটাইম আর 10MB ডাটা পাওয়া যাবে আর এটি 28 দিনের জন্য বৈধ হবে। আর এছাড়া 35 টাকার স্মার্টরিচার্জে 26.6 য়ের টক টাইমের সঙ্গে কল প্রতি সেকেন্ডে 60 পয়সা আর প্রতিমিনিটে 1 টাকা করে দিতে হবে। আর এর সঙ্গে এই প্ল্যানে 100MB র ডাটা প্ল্যান 28 দিনের জ্জন্য পাওয়া যাবে।

অন্য স্মার্ট রিচার্জে 65 টাকার আর 95 টাকার প্ল্যান আছে যা ফুল টক টাইম দেয়। 65 টাকার প্ল্যানে 200MB র ডাটা অফার করে আর সেখানে 95 টাকার স্মার্ট রিচার্জ প্ল্যানে 500MB ডাটা অফার করছে। আর এছাড়া 95 টাকার স্মার্ট রিচার্জে কলে প্রতি মিনিটে 30 পয়সা করে আর 65 টাকার রিচার্জ প্ল্যানে প্রতি সেকেন্ডে 60 পয়সা করে হবে।

এই লিস্টে 145 টাকা আর 245 টাকা স্মার্ট রিচার্জ আছে। 145 টাকার স্মার্ট রিচার্জে 1GB ডাটা, আর 145 টাকার ফুল টক টাইম পাবে আর এর সঙ্গে এই প্ল্যানে প্রতি মিনিটে 30 পয়সা করে হবে। আর আমরা যদি 245 টাকার স্মার্ট রিচার্জ প্ল্যানটি দেখি তবে এই প্ল্যানে ফুল টক টাইমের সঙ্গে 2GB ডাটা আর প্রতি মিনিটে 30 পয়সা হিসাবে পাবে। আর এর সঙ্গে এটি 84 দিনের বৈধতা যুক্ত।

এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয়ে জানা গেছে যে এই স্মার্ট রিচার্জ শুধু কিছু বাছাই করা সার্কেলে পাওয়া যাবে যার মধ্যে তামিলনাড়ু, পশ্চিম উত্তর প্রদেশ আর পাঞ্জাব আছে। আর মিনিমাম রিচার্জ বারতে থাকলে এই প্ল্যান গুলি অন্য সার্কেলেও আসবে।

Connect On :