digit zero1 awards

পুজোর আগে পুজো স্পেশাল প্রিপেড প্ল্যান নিয়ে কলকাতায় হাজির এয়ারটেল

পুজোর আগে পুজো স্পেশাল প্রিপেড প্ল্যান নিয়ে কলকাতায় হাজির এয়ারটেল
HIGHLIGHTS

ভারতী এয়ারটেল অন্য টেলিকম কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় টেকার জন্য এবার 84দিনের বৈধতার সঙ্গে 300 টাকার মধ্য নতুন প্ল্যান নিয়ে এসেছে

ভারতী এয়ারটেল এবার অন্যান্য টেলিকম কোম্পানির সঙ্গে করা প্রতিযোগিতার জন্য 84 দিনের বৈধতার সঙ্গে 300 টাকার মধ্যে নতুন প্ল্যান নিয়ে এল। আর এই প্ল্যানের দাম 289 টাকা। আর এই প্ল্যান কোম্পানি এর আগের মাসেই লঞ্চ করেছিল কিন্তিউ তখন কলকাতা ছাড়া বাকি কিছু সার্কেল বাদ পরেছিল আর এবার এই সব সার্কেল এখানে অ্যাড হলেও দিল্লির মত ন কিছু সার্কেলে এখনও এই প্ল্যানটি নেই।

এই রিচার্জ প্ল্যানটি এবার কলকাতাতে পাওয়া যাচ্ছে আর এই প্ল্যানে আপনারা SMS ছাড়াও 84 দিনের বৈধতা পাওয়া যাচ্ছে।আর অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা সার্কেলে অবশ্য এর বৈধতা 289 টাকার।

এয়ারটেলের 289 টাকার প্ল্যান

আপনারা এই 289 টাকার প্ল্যানে কলকাতা সার্কেলে আনলিমিটেড কলিং পাবেনা র এর সঙ্গে STD আর লোকাল কলের অফারও আছে। আর এছাড়া এতে রোমিং য়ের অফারও পাওয়া যাচ্ছে। আর এই প্ল্যানে কোন FUP লিমিট দেওয়া হয়নি। আর এর সঙ্গে এই প্ল্যানে প্রতিদিন 100টি SMS য়ের সুবিধাও পাওয়া যাচ্ছে। আর এটি 4G প্ল্যান আর এই প্ল্যানটি 84 দিনের জন্য বৈধ থাকবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo