digit zero1 awards

100 জিবি বেশি ডেটা, ফ্রি কলিং এবং বেশি ভ্যালিডিটি সহ Airtel, BSNL, Jio এবং Vi এর বেস্ট প্ল্যান

100 জিবি বেশি ডেটা, ফ্রি কলিং এবং বেশি ভ্যালিডিটি সহ Airtel, BSNL, Jio এবং Vi এর বেস্ট প্ল্যান
HIGHLIGHTS

Airtel, BSNL, Jio, Vi –র মতো টেলিকম সংস্থা 399 টাকার মধ্যে প্রিপেইড প্ল্যান অফার করে যার ভ্যালিডিটি 28 দিন এবং পাওয়া যায় 1.5GB ডেইলি ডেটা

BSNL দিচ্ছে 500 টাকার মধ্যের প্রিপেইড প্ল্যানগুলিতে 90 দিনের ভ্যালিডিটি

Jio অফার করছে 199 টাকার প্রিপেইড প্ল্যান 1.5GB ডেইলি ডেটা সমেত, মোট 28 দিনের ভ্যালিডিটিতে

Airtel, BSNL, Jio, Vi-এর  মতো টেলিকম সংস্থা ইউজারদের 500 টাকার মধ্যে ডেটা, কলিং, SMS ও OTT বেনিফিটসমেত একাধিক প্রিপেইড প্ল্যান অফার করছে। এই প্ল্যানগুলির কোনোটায় পাওয়া যাচ্ছে ডেইলি 1.5 GB ডেটা আবার  কোনো প্ল্যানে মিলছে 2GB ডেটা যা থাকছে 56 দিন পর্যন্ত। BSNL-র 485 টাকার প্ল্যান দিচ্ছে টানা 90 দিনের ভ্যালিডিটির সঙ্গে ডেইলি 1.5 GB ডেটা ও আনলিমিটেড কলের সুবিধা। এই ধরণের কিছু প্ল্যান ইউজারদের জন্য সবচাইতে সুবিধাজনক কেননা প্রিপেইড প্ল্যানগুলি 28 দিনের পরিবর্তে মোটামুটি দুই মাসের কাছাকাছি ভ্যালিডিটি।

 আসুন দেখে নেওয়া যাক 500 টাকার মধ্যে Airtel, BSNL, Jio, Vi-এর মতো টেলিকম সংস্থা কি কি প্ল্যান অফার করছে-

BSNL 500 টাকার মধ্যে প্রিপেইড প্ল্যান

  • 153 টাকার প্রিপেইড প্ল্যান দিচ্ছে ডেইলি 1.5GB ডেটা, সঙ্গে আনলিমিটেড ভয়েস কল ও 100 ফ্রি এসএমএসের ফিচার মোট 28 দিনের জন্য।
  • 485 টাকার প্রিপেইড প্ল্যান দিচ্ছে ডেইলি 1.5GB ডেটা বেনিফিটের সঙ্গে আনলিমিটেড ভয়েস কল ও 100 ফ্রি এসএমএসের ফিচার মোট 90 দিনের জন্য।

Airtel 500 টাকার মধ্যে প্রিপেইড প্ল্যান

  • এয়ারটেলের 249 টাকার প্রিপেইড প্ল্যান দিচ্ছে ডেইলি 1.5GB ডেটা মোট 28 দিনের জন্য। এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড ভয়েস কলের ফিচার সঙ্গে প্রতিদিন মিলবে 100 ফ্রি এসএমএস। এছাড়া পাওয়া যাবে Prime Video Mobile Edition , Airtel XStream, Wynk Music অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন।
  • এয়ারটেলের 399 প্রিপেইড প্ল্যানে পাওয়া যাবে ডেইলি 1.5GB ডেটা ও আনলিমিটেড কলের ফিচার মোট 56 দিনের জন্য। অ্যাডিশনাল বেনিফিট হিসেবে  মিলবে Prime Video Mobile Edition , Airtel XStream, Wynk Music অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন।

Jio 500 টাকার মধ্যে প্রিপেইড প্ল্যান

  • জিও 199 টাকার প্রিপেইড প্ল্যান দিচ্ছে ডেইলি 1.5GB ডেটা, প্রতিদিন 100ফ্রি এসএমএস, আনলিমিটেড কল ও জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
  • জিও 399 টাকার প্রিপেইড প্ল্যানে মিলছে 1.5GB ডেইলি ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন 100 ফ্রি এসএমএস ও জিও অ্যাপের ফ্রি অ্যাক্সেস। এই প্ল্যানের মোট ভ্যালিডিটি 56 দিন।

Vi 500 টাকার মধ্যে প্রিপেইড প্ল্যান

  • ভোডাফোন- আইডিয়া 249 টাকার প্রিপেইড প্ল্যানে পাওয়া যাবে ডেইলি 1.5GB ডেটা 28 দিনের জন্য। এই প্ল্যানে রয়েছে 100 ফ্রি এসএমএস ও আনলিমিটেড কলের ফিচার। এই প্ল্যান অফার করছে উইকেন্ড ডেটা রোলওভার ফিচার। যার মাধ্যমে সারা সপ্তাহের বেঁচে যাওয়া ডেটা ইউজার সপ্তাহের শেষে ব্যবহার করতে পারবেন। এছাড়া মিলবে Vi Movies ও Vi TV অ্যাপের ফ্রি অ্যাক্সেস। এই প্ল্যানে স্পেশ্যাল বেনিফিট হিসেবে পাওয়া যাচ্ছে Binge all-night অফার ও 5GB বাড়তি ডেটা। তবে এই সুবিধা মিলবে কেবল Vi অ্যাপ দিয়ে রিচারজ করলে।
  • ভোডাফোন- আইডিয়া 399 টাকার একটি প্রিপেইড প্ল্যান অফার করছে যেখানে মিলবে 1.5GB  ডেইলি ডেটা আনলিমিটেড কলিং ও 100 এসএমএসের ফিচারসমেত। প্ল্যানের অ্যাডিশনাল বেনিফিট  249 টাকার প্রিপেইড প্ল্যানের মতনই।

 

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo