Airtel নিয়ে এল নতুন প্ল্যান, দিচ্ছে 100GB ডাটা
এয়ারটেল চারটি ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে এসেছে, সব গুলিতে আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাচ্ছে
যেদিন থেকে Jio 4G নিয়ে এসছে তবে থেকে, টেলিকম বাজারের অন্যান্য টেলিকম কোম্পানি গুলির সমস্যা বেড়ে গেছে. যদিও Airtel, Idea, BSNL, Vodafone এর মতন কোম্পানি গুলি হেরে যায়নি এবং এরাও অনেক প্ল্যান নিয়ে আসছে. যদিও এখনও অব্দি Jio ব্রডব্যান্ড পরিষেবা শুরু করেনি, তবু অন্য কোম্পানি গুলি এখন থেকেই নিজেদের ব্রডব্যান্ড গ্রাহকদের নিজেদের সঙ্গে রাখার জন্য উঠে পরে লেগেছে. বিশাল ডিস্কাউন্টের সঙ্গে এই প্রোডাক্ট গুলি হতে পারে আপনার
এবার Airtel এর কিছু ব্রডব্যান্ড প্ল্যানের খবর পাওয়া গেছে. এই ব্রডব্যান্ড প্ল্যান গুলির দাম Rs. 899 থেকে শুরু হয়ে Rs. 1499 অব্দি হবে. Airtel মোট চারটি প্ল্যান সামনে এনেছে. Rs. 899 দামের প্ল্যানের অন্তর্গত ইউজার্সরা 30GB ডাটা পাবে. এর স্পিড 16Mbps আর এর সঙ্গে আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যাবে.
এর পরে Rs. 1099 দামের প্ল্যানে 40Mbps স্পিডে 50GB ডাটা পাওয়া যাবে, সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং এর সুবিধাও. সেখানে Rs. 1299 দামের প্ল্যানে 40Mbps এর স্পিডে 75GB ডাটার সঙ্গে আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাচ্ছে. আবার Rs. 1499 দামের প্ল্যানে 40Mbps স্পিড আর 100GB ডাটার সঙ্গে আনলিমিটেড কল করা যাবে. তবে এই দাম গুলি দিল্লির জন্য, হতে পারে আপনার শহরে এই প্ল্যান গুলির দামে কিছু পার্থক্য হতে পারে. আপনারা এয়ারটেলের সাইটে গিয়ে এই প্ল্যান গুলির বিষয়ে জানতে পারবেন. বিশাল ডিস্কাউন্টের সঙ্গে এই প্রোডাক্ট গুলি হতে পারে আপনার
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile