BHARTI AIRTEL ও তাদের প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছে, কত বাড়ল দাম জানেন!

Updated on 02-Dec-2019
HIGHLIGHTS

এয়ারটেলের বেসিক প্ল্যান 19 টাকার

আর এই প্ল্যানেরও বৃদ্ধি হবে কিনা তা এখনও জানা জায়নি

18 নভেম্বরের ঘোষনা অনুসারে ভারতী এয়ারটেল তাদের প্রিপেড প্ল্যানের জন্য নতুন ট্যারিফ নিয়ে এসেছে। এয়ারটেলের প্রিপেড প্ল্যান 19 টাকা থেকে শুরু হয় আর এটি 3 ডিসেম্বর 2019 থেকে চালু হবে। আর এয়ারটেলের 1,699 টাকার বাৎসরিক প্রিপেড প্ল্যান এবার 2,398 টাকার হয়েছে। আর এক্ষেত্রে এই প্ল্যানের দাম 1,818 টাকা বেরেছে। আর এয়ারটেলের কিছু নতুন প্ল্যান এসেছে যা 49 টাকা, 79 টাকা, 148 টাকা, 298 টাকা আর 598 টাকার প্ল্যান আছে। আর কোম্পানি অনুসারে অন্য নেটওয়ার্কের কলে একটি FUP লিমিট আছে তবে কোম্পানি এই FUP লিমিটের বিষয়ে ডিটেলসে কিছু বলেনি। আর উদারহন স্বরপ বলা যায় যে ভোডাফোন আইডিয়া যেমন বাৎসরিক প্রিপেড প্ল্যানে 2,398 টাকার প্ল্যানে 12,000 মিনিটের ভয়েস কল দিয়েছে। আর এয়ারটেল তদাএর প্রেস রিলিজে এই বিষয়ে কিছু বলেনি।

ভারতী এয়ারটেলের কাছে 28 দিনের বৈধতা যুক্ত মোট পাঁচটি প্রিপেড প্ল্যান আছে। 100 টাকার মধ্যে যে প্ল্যান আসে তাতে আছে 49 টাকার আর 79 টাকার প্ল্যান আর 49 টাকার বেসিক প্ল্যানে আপনারা 38.52 টাকার টকটাইম আর 100MB ডাটা পাবেন। আর সেখানে 79 টাকার প্ল্যানে 200MB ডাটার সঙ্গে 63.95 টাকার টকটাইম পাবেন। আর দুটি প্ল্যানে আপনারা 28 দিনের জন্য বৈধতা পাবেন।

28 দিনের বৈধতা যুক্ত অন্য প্রিপেড প্ল্যানে আমাদের কাছে 148 টাকার প্ল্যান আছে যা আনলিমিটেড কল, 300 টি SMS আর 2GB ডাটা বেনিফিট দেবে। আর এই নতুন 248 টাকার প্রিপেড প্ল্যানে আপনারা প্রতিদিন 1.5GB ডাটা, 100টি SMS প্রতিদিন আর আনলিমিটেড ভয়েস কল 28 দিনের জন্য পাবেন।

অন্য একটি প্ল্যানে আপনারা 298 টাকার প্ল্যানে 28 দিনের প্ল্যান পাবেন। আর এয়ারটেলের এই প্ল্যানে আপনারা আনলিমিটেড  ভয়েস কল, 2GB ডাটা প্রতিদিনের হিসাবে আর 100টি SMS আছে। আর এয়ারটেলের 248টাকার আর 298 টাকার প্রিপেড প্ল্যানে এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম, উইং মিউজিক, ফ্রি হ্যালো টিউন আর অ্যান্টি ভাইরাস মোবাইল প্রোটেকশান সাবস্ক্রিপশান আছে।

 

এয়ারটেলের প্রিপেড প্ল্যানে 598 টাকার প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, 100টি SMS প্রতিদিনের হিসাবে আর 1.5Gb ডাতা 84 দিনের জন্য দেওয়া হচ্ছে। আর 698 টাকার প্রিপেড প্ল্যানে আছে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 2GB ডাটা আর প্রতিদিনের 100টি SMS যা 84 দিনের জন্য দেওয়া হচ্ছে।

আর এবার যদি আমরা এই তালিকার দীর্ঘমেয়াদী প্ল্যান দেখি তবে এই প্ল্যানে আপনারা 1,498 টাকা আর 2,398 টাকার প্ল্যান। আর এই 1,498 টাকার বেসিক প্ল্যানে 365 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল। 3600 টি SMS আর 24GB ডাটা আছে। আর এর সঙ্গে যদি এয়ারটেলের 2,398 টাকার প্রিপেড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100টি SMS আর প্রতিদিনের 1.5Gb ডাটা আছে।

Connect On :