Bharti Airtel -এর সিইও এর তরফে জানানো হয়েছে তাদের 599 টাকার প্ল্যানের চাহিদা এবং জনপ্রিয়তা গ্রাহকদের মধ্যে বেড়েছে। এই টেলিকম সংস্থার তরফে তাদের এই 599 টাকার পোস্টপেইড প্ল্যাটিনাম ফ্যামিলি প্ল্যানটি কিছুদিন আগেই লঞ্চ করা হয়েছে।
এটাকে কেউ কেউ কাপল প্ল্যান বা এ ফ্যামিলি প্ল্যান ফর টু বলছেন। অর্থাৎ যে কোনও নিউক্লিয়ার পরিবারের যে চাহিদা সেটা ফোনের জন্য হোক বা বিনোদনের জন্য সেটা এই প্ল্যান পূরণ করবে। গ্রাহকরা এখানে একাধিক দুর্দান্ত বেনিফিট পাবেন।
599 টাকার প্ল্যাটিনাম প্ল্যানে Airtel গ্রাহকরা একসঙ্গে দুটো কানেকশনের সুবিধা পাবেন। অর্থাৎ একজন ব্যক্তি বা দুজন ব্যক্তি একই পরিবারের এই প্ল্যানের সুবিধা পাবেন।
এই প্ল্যানে গ্রাহকরা পাবেন আনলিমিটেড লোকাল, STD এবং রোমিং কল। অর্থাৎ গোটা দেশের যে কোনও জায়গায় নিশ্চিন্তে ফোন করতে পারবেন। দুটো কানেকশনে এই আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে।
এছাড়া রোজ 100টি মেসেজ পাঠানো যাবে। 100টি মেসেজ বিনামূল্যে পাঠাতে পারবেন, তারপর থেকে প্রতি মেসেজের জন্য কিছু করে টাকা কাটা হবে।
বর্তমান সময়ে ডেটার যে কত চাহিদা সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। যোগাযোগের জন্য হোক বা কাজ কিংবা স্রেফ বিনোদন সবের জন্য প্রচুর পরিমাণ ডেটা লাগে রোজ। এখানে প্রতি মাসে 105 GB ডেটা পাবেন গ্রাহকরা।
প্রাইমারি কানেকশনে 75 GB ডেটা দেওয়া হবে। ফ্যামিলি পুলে 30 GB ডেটা মিলবে।
200 GB পর্যন্ত ডেটা রোল ওভারের সুযোগ পাবেন এই প্ল্যানে। অর্থাৎ আপনার বেঁচে যাওয়া ডেটার সম্পূর্ণ সুবিধা আপনি এবার নিতে পারবেন।
আরও পড়ুন: BSNL এর বাম্পার প্ল্যান, মাত্র 49 টাকায় দেখুন 7 OTT অ্যাপ
এখানে গ্রাহকরা Amazon Prime -এর 6 মাসের মেম্বারশিপ পাবেন। সঙ্গে 1 বছরের জন্য Disney Plus Hotstar -এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। অর্থাৎ এই প্ল্যানে আপনি নতুন ছবি থেকে নানা শো, খেলা সব দেখতে পারবেন।
এখানে হ্যান্ডসেট প্রোটেকশন সহ Xstream মোবাইল প্যাক, হ্যালো টিউন, Wynk Premium ইত্যাদির সুবিধা পাওয়া যাবে।
অ্যাড অন কানেকশনের ক্ষেত্রে গ্রাহকরা ফ্লেক্সিবিলিটি পাবেন। 9টি পর্যন্ত অ্যাড অন কানেকশন যোগ করা যায় যার মধ্যে বিনামূল্য এবং পেইড অপশন দুটোই আছে। পেইড কানেকশন নিতে হলে প্রতি কানেকশনে অন্তত 299 টাকা করে খরচ করতে হবে। এখানে 30 GB ডেটা করে ডেটা যোগ হবে ফ্যামিলি পুলে।
গ্রাহকরা এখানে প্রিমিয়াম রিওয়ার্ড পাবেন। এর মধ্যে আছে VIP পরিষেবা মিলবে Airtel স্টোর এবং কাস্টোমার কেয়ার সেন্টারে। Apollo 24*7 মেম্বারশিপ পাবেন কোনও অতিরিক্ত খরচ ছাড়াই। Blue Ribbon Bag সার্ভিস পরিষেবা মিলবে এখানে।
আরও পড়ুন: BSNL এর সস্তা রিচার্জ প্ল্যান দিচ্ছে Jio-Airtel কে টেক্কা, 30 দিনের ভ্যালিডিটি সহ মিলবে 10GB ডেটা
Airtel গ্রাহকরা এই প্ল্যান রিচার্জ করলে আনলিমিটেড 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন।