এয়ারটেলের 3GB ডেইলি ডেটা লিমিটের প্রিপেইড প্যাকগুলির ভ্যালিডিটি রয়েছে 28 দিন এবং 56দিন
এই প্রিপেইড প্ল্যানগুলির দাম এখনো বাড়েনি
ইউজারেরা 3GB ডেইলি ডেটা বেনিফিটের প্ল্যানগুলির সাথে এনজয় করতে পারবেন ফ্রি ডেটা কুপন
টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল (Airtel) বেশ কয়েকটি প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়েছে। এয়ারটেলের প্রিপেইড প্ল্যানগুলির দাম 500 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। বেস প্রিপেইড প্ল্যানের দাম শুরু হচ্ছে 99 টাকা থেকে। আগামী 26 নভেম্বর থেকে সমস্ত সার্কেলে এই নতুন দাম কার্যকর হবে। তবে এয়ারটেল বেশ কয়েকটি ট্যারিফ প্রিপেইড প্ল্যানের দাম বৃদ্ধি করলেও 3GB ডেইলি ডেটা প্যাকগুলির দাম এখনো অবধি বেড়ে যায়নি বলে জানা গিয়েছে। ইউজারেরা আগের দামেই 28 দিন এবং 56 দিনের ভ্যালিডিটির 3GB ডেইলি ডেটা প্যাকগুলিকে এনজয় করতে পারবেন। তবে এয়ারটেল 84 দিনের ভ্যালিডিটির কোনো 3GB ডেইলি ডেটা লিমিটের প্রিপেইড প্যাক অফার করেনা। বেশ কয়েকটি 3GB ডেইলি ডেটা বেনিফিটের এয়ারটেল প্রিপেইড প্ল্যানে ডিজনি প্লাস হটস্টার ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি অ্যাক্সেসও উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।
এয়ারটেল (Airtel) 398 টাকার প্রিপেইড প্ল্যান-
এই এয়ারটেল প্রিপেইড প্ল্যানে ইউজারদের অফার করা হচ্ছে ডেইলি 3GB করে ডেটা। ভ্যালিডিটি রয়েছে 28 দিন। এই প্ল্যানে ইউজারেরা পাবেন আনলিমিটেড কলিং এবং ডেইলি ফ্রি 100 এসএমএসের সুবিধা। অ্যাডিশনাল বেনিফিট হিসেবে পাওয়া যাবে Airtel XStream অ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিপশন, Wynk Music এবং Shaw Academy অ্যাপের ফ্রি অ্যাক্সেস। এই এয়ারটেল প্রিপেইড প্যাকের সাথে কাস্টমারেরা পাবেন FASTag ট্র্যানজ্যাকশনের ওপর 150 টাকার ক্যাশব্যাক এবং ফ্রি HelloTunes। এই প্যাকে পাওয়া যাবে না কোনো ওটিটি বেনিফিট।
এয়ারটেল (Airtel) 499 টাকার প্রিপেইড প্ল্যান-
এই প্রিপেইড প্ল্যানে এয়ারটেল ইউজারেরা পাবেন ডেইলি 3GB ডেটা, আনলিমিটেড কলিং এবং ফ্রি এসএমএস বেনিফিট। ভ্যালিডিটি রয়েছে 28 দিন। এই প্ল্যানে ওটিটি বেনিফিট হিসেবে পাওয়া যাবে ডিজনি প্লাস হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশন এবং ফ্রি Wynk Music অ্যাপের অ্যাক্সেস। অন্যান্য বেনিফিট হিসেবে পাওয়া যাবে ফ্রি HelloTunes, Apollo 24I7 care, Fastag অ্যাপের অ্যাক্সেস।
এয়ারটেল (Airtel) 558 টাকার প্রিপেইড প্ল্যান-
এই প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি 56 দিন। এয়ারটেল 558 টাকার প্রিপেইড প্যাকে অফার করছে ডেইলি 3GB করে ডেটা । ওটিটি বেনিফিট হিসেবে পাওয়া যাবে অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশনের ফ্রি সাবস্ক্রিপশন এবং Wynk Music অ্যাপের অ্যাক্সেস। এই প্ল্যানে ইউজারদের অফার করা হচ্ছে 6টি 1GB ডেটার কুপন। যাদের ভ্যালিডিটি রয়েছে 84 দিন।