Airtel 1GB Plans: রোজ ১ জিবি ডেটা সহ আনলিমিটেড কলিং, কম বাজেটে একগুচ্ছ সুবিধা

Airtel 1GB Plans: রোজ ১ জিবি ডেটা সহ আনলিমিটেড কলিং, কম বাজেটে একগুচ্ছ সুবিধা
HIGHLIGHTS

Airtel কোম্পানির কাছে এমন কিছু প্রিপেইড প্ল্যান (Prepaid Plan) রয়েছে, যা প্রতিদিন 1GB ডেটা অফার করে

এয়ারটেল এর কাছে প্রতিদিনের 1 জিবি ডেটা সহ এমন 3 প্ল্যান রয়েছে

এই প্ল্যানের দাম 209 টাকা, 239 টাকা এবং 265 টাকা

ভারতের দ্বিতীয় সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Bharti Airtel হল। এয়ারটেল কোম্পানির কাছে এমন কিছু প্রিপেইড প্ল্যান (Prepaid Plan) রয়েছে, যা প্রতিদিন 1GB ডেটা অফার করে। এই রিচার্জ প্ল্যানগুলি সেই গ্রাহকদের জন্য দুর্দান্ত যাদের কম ডেটা প্রয়োজন হয়। এই খবরে আমরা এয়ারটেল এর 1 জিবি প্ল্যান (Airtel 1GB Plans) সম্পর্কে বলবো। আসুন এই প্ল্যানগুলির দাম এবং সুবিধা জেনে নেওয়া যাক।

Airtel 1GB Daily Data Plans

এয়ারটেল এর কাছে প্রতিদিনের 1 জিবি ডেটা সহ এমন 3 প্ল্যান রয়েছে। এই প্ল্যানের দাম 209 টাকা, 239 টাকা এবং 265 টাকা। যার মানে এই তিনটি প্ল্যানই 300 টাকার কমে কেনা যাবে।

আরও পড়ুন: Airtel 84 days Plans: ৮৪ দিনের ভ্যালিডিটি সহ এয়ারেটেল এর দুর্দান্ত রিচার্জ প্ল্যান, দেখে নিন লিস্ট

Airtel 209 টাকার প্ল্যান

ভারতী এয়ারটেল এর 209 টাকার প্ল্যানে গ্রাহকদের 21 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এই প্ল্যান 1 জিবি ডেটা প্রতিদিন, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS অফার করে।

Airtel 1GB Daily Data Plans
এয়ারটেল এর কাছে প্রতিদিনের 1 জিবি ডেটা সহ এমন 3 প্ল্যান রয়েছে

এয়ারটেল 239 টাকার প্ল্যান

এই তালিকায় দ্বিতীয় প্ল্যান হন 239 টাকার। এতে 24 দিনের জন্য প্রতিদিন 1 জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং 100 SMS দেওয়া হয়ে। এছাড়া এই প্ল্যানটি আনলিমিটডে 5G ডেটা অফার করে।

এয়ারটেল 265 টাকার প্ল্যান

শেষে এয়ারটেল এর 265 টাকার প্ল্যান রয়েছে। এতে প্রতিদিন 1 জিবি ডেটা দেওয়া হয়ে। এছাড়া আনলিমিটেড কলিং এবং 100 SMS পাওয়া যায়। কোম্পানি এতে আনলিমিটেড 5G ডেটা অফার করে। এই সমস্ত সুবিধা পাওয়া যাবে 28 দিনের ভ্যালিডিটির সাথে।

আরও পড়ুন: Jio Vs Airtel Vs Vodafone: একই দামের প্ল্যান কিন্তু বেনিফিট একদম আলাদা, জানুন কে টেক্কা দিচ্ছে কাকে

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo