Airtel 1599 vs Vodafone 1699: আনলিমিটেড কলিং এবং ডেটা ছাড়াও মিলবে একগুচ্ছ অফার
এয়ারটেলের 1599 টাকার এবং ভোডাফোনের (Vi) 1,699 টাকার পোস্টপেইড প্ল্যানে পার্থক্য
Vi 1699 টাকার পোস্টপেইড প্ল্যানে মিলবে Amazon Prime Video, Disney+hotstar VIP ফ্রি সাবস্ক্রিপশন
Airtel 1,599 টাকার পোস্টপেইড প্ল্যানে থাকবে পুরো মাসে 500GB ডেটা
Airtel এবং Vodafone (Vi) এর মধ্যে প্রায়শই পোস্টপেইড প্ল্যানগুলি নিয়ে প্রতিযোগিতা চলতে থাকে। এই পোস্টপেইড প্ল্যানগুলি ইউজারদের ভালো ডেটা কানেকশনের সুযোগ করে দেয়। সম্প্রতি Vi টেলিকম কোম্পানি তাদের ইউজারদের জন্য নতুন REDX পোস্টপেইড প্ল্যান বাজারে এনেছে। এই প্ল্যানটি ইউজারদের অন্যান্য ব্র্যান্ডের পোস্ট পেইড প্ল্যানের চাইতে আরও কিছু বাড়তি সুবিধা দেবে বলে উল্লেখ করা হয়েছে।
ভারতী এয়ারটেল এবং ভোডাফোনের (Vi) একাধিক পোস্টপেইড প্ল্যানগুলির মধ্যে সবচাইতে জনপ্রিয় হল ভারতী এয়ারটেলের 1,599 টাকার পোস্টপেইড প্ল্যান এবং ভোডাফোনের (Vi) 1,699 টাকার পোস্টপেইড প্ল্যান।
অনেকসময়েই গ্রাহকরা এই দুইটি পোস্টপেইড প্ল্যানকে নিয়ে ধন্দে পড়ে যান, যে কোন প্ল্যানটি সেরা হবে। তাই আজ আমরা আপনার জন্য এই দুটি পোস্টপেইড প্ল্যানের তুলনামূলক আলোচনা তুলে ধরছি-
Airtel 1,599 টাকার পোস্টপেইড প্ল্যান-
এই পোস্টপেইড প্ল্যান মিলবে 1,599 টাকায়। এই প্ল্যানে থাকবে পুরো মাসে 500GB ডেটা। মিলবে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। এছাড়া থাকবে প্রতিদিন 100 এসএমএস। এছাড়া থাকবে সারা সপ্তাহে বেঁচে যাওয়া ডেটার রোলওভারের সুবিধা, এগুলি ছাড়াও মিলবে Amazon Prime Video, Airtel Xstream, Disney+ hotstar VIP, Airtel Thanks Benefits অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন। এছাড়া থাকবে 200 মিনিটের ISD কলের সুবিধা। IR প্যাকে মিলবে 10% ছাড়।
Vi 1699 টাকার পোস্টপেইড প্ল্যান-
ভোডাফোনের এই পোস্টপেইড প্ল্যান মিলবে 1,699 টাকায়। এই প্ল্যানে থাকবে আনলিমিটেড ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা। মিলবে প্রতিদিন 3,000 ফ্রি এসএমএস। পাওয়া যাবে Netflix-এর বছরের সাবস্ক্রিপশন। এছাড়াও মিলবে Amazon Prime Video, Disney + hotstar VIP, Vi Movies এবং Vi Tv ফ্রি সাবস্ক্রিপশন। এছাড়াও থাকবে 2,999 টাকা দামের iRoamFree Pack। এই REDX প্ল্যানটি এয়ারপোর্ট লাউঞ্জে দেবে কমপ্লিমেন্টারি সুবিধা। ইউজাররা কোম্পানির ভার্চুয়াল রিলেশনশিপ ম্যানেজারের থেকেও পাবে বিশেষ সাহায্য।
দুটি প্ল্যানের মধ্যে পার্থক্য-
সাধারণত ইউজাররা প্রথম 6 মাসের মধ্যে কানেকশন পোর্ট করাতে চাইলে, বা অন্য কানেকশনে শিফট করতে চাইলে Vi এর তরফে 3,000 টাকা এক্সিট ফি নেওয়া হয় এই পোস্টপেইড প্ল্যানের ক্ষেত্রে।
ভারতী Airtel 1,599 টাকার পোস্টপেইড প্ল্যানে এমন কোনো লক-ইন পিরিয়ডের উল্লেখ নেই। ভারতী Airtel 1,599 টাকার পোস্টপেইড প্ল্যানে এয়ারপোর্ট লাউঞ্জে দেবে কমপ্লিমেন্টারি সুবিধা পাওয়া যাবেনা। তবে এই প্ল্যানে কখনও ইউজারদের প্ল্যান চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা থাকে না।
যা এই প্ল্যানটিকে Vi এর 1,699 টাকার পোস্টপেইড প্ল্যানের চাইতে আরও বেশি আকর্ষণীয় করে তোলে।