বাম্পার অফার Airtel-এর! 15 OTT প্ল্যাটফর্মের সুবিধা এখন মাত্র 149 টাকায়

Updated on 20-Apr-2023
HIGHLIGHTS

Airtel 149 টাকার প্ল্যানে দুর্দান্ত অফার দিচ্ছে

এই প্ল্যানে এখন 15টি OTT প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে

সঙ্গে 1 GB পাবেন গ্রাহকরা

করোনা, লকডাউন, ইত্যাদির মাঝে কবে যে মানুষ বিনোদনের জন্য OTT প্ল্যাটফর্মের উপর এতটা নির্ভর হয়ে পড়ল সেটা বোঝা যায়নি। কিন্তু এখন সিনেমা বলুন বা ওয়েব সিরিজ বা অন্য কোনও শো, সব কিছুর জন্য মানুষ OTT প্ল্যাটফর্মগুলোকে বেছে নিচ্ছে। ফলে এই অ্যাপগুলোর চাহিদাও অনেক বেড়েছে।

এই প্রতিটা প্ল্যাটফর্মের আলাদা করে সাবস্ক্রিপশন নেওয়া বেশ ঝক্কির ব্যাপার। পকেট একেবারে ফাঁকা হয়ে যেতে পারে। তবে গ্রাহকদের মুশকিল আসান করতে Telecom সংস্থাগুলো খানিকটা সহায় হয়েছে।

Airtel -এর তরফে এমন একটি রিচার্জ প্ল্যান অফার করা হয়েছে যা দেখলে আপনার চক্ষু চড়কগাছ হবেই! না, এই প্ল্যানটি যাঁদের প্রচুর ডেটা প্রয়োজন হয় তাঁদের জন্য নয়। বরং যাঁরা সিনেমা, ওয়েব সিরিজ, মোদ্দা কথা অনলাইনে বিভিন্ন কনটেন্ট দেখতে ভালোবাসেন তাঁদের জন্য।

Airtel -এর এই 149 টাকার প্ল্যানে ফ্রিতে OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে। ফলে এখন আর OTT বা ফোনের রিচার্জের জন্য আলাদা খরচ নয়। এক ঢিলেই মারুন দুই পাখি। 

Airtel-এর 149 টাকার প্ল্যান

এই প্ল্যানে গ্রাহকরা 30 দিন বা একমাসের জন্য Xstream প্রিমিয়াম অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। অর্থাৎ একবারে 15টি OTT প্ল্যাটফর্মের সুবিধা পাবেন। এই বিষয়ে উল্লেখযোগ্য Airtel Xstream প্রিমিয়াম অ্যাপে গ্রাহকরা পান একবারে 15 টি OTT প্ল্যাটফর্মের সুবিধা।

আপনি যদিও 149 টাকা দিয়ে Airtel -এর এই প্ল্যান রিচার্জ করান তাহলে আপনি এই সমস্ত অ্যাপের সুবিধা পাবেন। এখন তাই বাড়ি বসে নিশ্চিন্তে যা খুশি কনটেন্ট দেখা যাবে। পাশাপাশি মিলবে 1 GB ডেটাও। 

এই প্ল্যানটি মূলত OTT প্রেমীদের জন্য আনা হয়েছে। ইন্টারনেট পরিষেবার জন্য অনেকটা ডেটা পাওয়া যাবে না ঠিকই। কিন্তু একবারে যে এতগুলো OTT প্ল্যাটফর্মের সুবিধা মিলবে সেটাও তো উপেক্ষা করা যায় না।

আপনি যদি ডেটা খুঁজে থাকেন এই প্ল্যান আপনার জন্য নয়। সেক্ষেত্রে আপনার 148 টাকার প্ল্যান বাছতে পারে। আর OTT প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন পেতে চাইলে 149 টাকার অফার আপনার জন্য বেস্ট।

অন্যদিকে 148 টাকার প্ল্যানে পাবেন 15 GB ডেটা, কিন্তু এখানে কোনও OTT প্ল্যাটফর্মের সুবিধা মিলবে না। 149 টাকার প্ল্যানে পাবেন Hoichoi, Sony Liv, Eros Now, Klik, HUngama Play, ইত্যাদির সুবিধা।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :