এটা ডিজিটাল যুগ। এটা অস্বীকার করার কোনও জায়গা নেই। জিনিস পত্র কেনা বলুন, ব্যাংকের কাজ বলুন কিংবা ব্যবসা থেকে অফিসের কাজ কর্ম সহ সব কিছুই অনলাইনে হচ্ছে। ডিজিটাল হয়ে গিয়েছে। সবটা এখন আক্ষরিক অর্থেই হাতের মুঠোয়। এমন অবস্থায় ডেটা না হলে চলে? তাই তো বিভিন্ন টেলিকম সংস্থাগুলো গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন রেঞ্জের দৈনিক ডেটা অফার করে থাকে। আপনি যদি দিনে খুব বেশি ডেটা ব্যবহার না করেন, 1 থেকে 1.5 GB তেই যদি আপনার কাজ মিটে যায় তাহলে আপনি অবশ্যই বেছে নিতে পারেন Airtel -এর এই প্ল্যানগুলো। অল্প দামে 1-1.5 GB ডেটা সহ অন্যান্য একাধিক সুবিধা পাবেন। কী কী মিলবে এই প্ল্যানে? দেখুন।
Airtel -এর তরফে 3টি এমন ডেটা প্ল্যান অফার করে থাকা হয় যেখানে পাওয়া যায় রোজ 1 GB করে ডেটা। এই প্ল্যানগুলোর মধ্যে সব থেকে কম দামী প্ল্যান হল 209 টাকার প্ল্যানটি। এটির বৈধতা 21 দিন। এরপরের প্ল্যানটি হল 24 দিনের যার দান 239 টাকা। আর সর্বশেষ প্ল্যানটি 265 টাকার বিনিময়ে 28 দিনের বৈধতা অফার করে থাকে। এখানে গ্রাহকরা রোজ 1 GB করে ডেটা তো পাবেনই সঙ্গে মিলবে আনলিমিটেড কল করার সুবিধা সহ রোজ 100 মেসেজ পাঠানোর সুবিধাও।
এই বিভাগে এই টেলিকম সংস্থা মোট 5টি প্ল্যান অফার করে থাকে। এখানে সব থেকে কম দামী প্ল্যানটির দাম হল 299 টাকা। এটার বৈধতা 28 দিন। এরপরের প্ল্যান রিচার্জ করতে চাইলে 56 দিনের জন্য 479 টাকা খরচ করতে হবে। 77 দিনের প্ল্যানের জন্য দিতে হবে 666 টাকা। 719 টাকার বিনিময়ে মিলবে 84 দিনের বৈধতা। আর এখানে সর্বশেষ প্ল্যানটি 90 দিনের বৈধতা দেয়। এটার দাম হল 779 টাকা। এখানেও গ্রাহকরা রোজ 1.5 GB ডেটার সঙ্গে আনলিমিটেড কল এবং রোজ 100টা মেসেজ পাঠানোর সুযোগ পাবেন।
এই উল্লিখিত প্রতিটি প্ল্যানে মিলবে 5G ডেটার সুবিধা। শুধু 209 টাকার প্ল্যানে এই সুবিধা পাওয়া যাবে না। 239 টাকা বা তার বেশি দামের রিচার্জ প্ল্যানে আনলিমিটেড 5G পরিষেবা অফার করে থাকে Airtel।