এয়ারসেল তামিলনাড়ুর গ্রাহকদের জন্য একটি নতুন প্ল্যান শুরু করেছে যা 1 বছর অব্দি ভ্যালিড হবে আর এতে প্রতিদিন 1GB ডাটা পাওয়া যাবে
এই প্ল্যানটির জন্য 2,018 টাকা দিয়ে রিচার্জ করতে হবে আর এছাড়া এয়ারটেল 154 টাকা দামের আরও একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে
এয়ারসেল তাদের তামিলনাড়ুর গ্রাহকদের জন্য 2,018 টাকার নতুন ট্যারিফ প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানে ইউজার্সরা 365 দিন মানে একবছরের জন্য আনলিমিটেড লোকাল আর এসটিডি কলিং এর সঙ্গে প্রতিদিন 1GB 3G/2G ডাটা আর প্রতিদিন 100টি এসএমএস পাবে। এই নতুন প্ল্যান্টি প্রথমবার টেলিকম টকের মাধ্যমে দেখা গেছে, যাতে বলা হয়েছে যে এয়ারসেল 154টাকার আরও একটি প্ল্যানও লঞ্চ করেছে, যাতে 28 দিনের জন্য 2GB ডাটার সঙ্গে প্রতিদিন 100টি এসএমএস আর আনলিমিটেড কলিং এর সুবিধা পাবে।
দুটি প্ল্যানেই আনলিমিটেড কলিং লিমিট প্রতিদিনের জন্য 250 মিনিট আর প্রতি সপ্তাহে 1,000 মিনিট। দুটি প্ল্যানে রোমিং এর সময় আউটগোয়িং আর ইনকামিং কলের সুবিধা পাওয়া যাচ্ছে। তবে রিপোর্ট বলা হয়েছে যে রোমিং এ আউটগোয়িং ভয়েস কল শুধু এয়ারসেল নেটওয়ার্কেই পাওয়া যাবে।
মনে করা হচ্ছে এজ জিওর 4,999 টাকার রিচার্জ প্ল্যানটিকে প্রতিযোগিতায় ফেলতে এয়ারসেল তাদের 2,018 টাকার রিচার্জ প্ল্যানটি নিয়ে এসেছে। জিওর 4,999 টাকার রিচার্জ প্ল্যানে ইউজার্সরা প্রতিদিন 360GB হাইস্পিড 4G ডাটার সঙ্গে আনলিমিটেড লোকাল আর এসটিডি কলিং এর সুবিধা পাওয়া যাচ্ছে। আর এছাড়া 360 দিনের জন্য প্রতিদিন 100টি এসএমএস আর জিও টিভি, জিও সিনেমা আর জিও অ্যাপের অ্যাক্সেস পাওয়া যাচ্ছে। আর সেখানে এয়ারসেলের 154 টাকার রিচার্জ প্ল্যানটি জিওর 149 টাকার রিচার্জ প্ল্যানের প্রতিযোগী বলে মনে করা হচ্ছে।