Jio এবং Airtel এর পর Vodafone Idea বাড়াল রিচার্জের দাম, জানুন জুলাই থেকে কোন প্ল্যানে কত টাকা খরচ বাড়বে
রিলায়েন্স জিও, এয়ারটেল এর পর দেশের তৃতীয় বড় টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া-ও তার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে
ভিআই (Vi) এর প্ল্যানের নতুন দাম 4 জুলাই থেকে চালু হয়ে যাবে
কোম্পানি তার ট্যারিফ প্ল্যানের দাম 20 শতাংশ বাড়িয়ে দিয়েছে
Vodafone Idea hikes prepaid, postpaid plans: রিলায়েন্স জিও, এয়ারটেল এর পর দেশের তৃতীয় বড় টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া-ও তার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। ভিআই (Vi) এর প্ল্যানের নতুন দাম 4 জুলাই থেকে চালু হয়ে যাবে। ভোডাফোন আইডিয়া এর বেসিক প্ল্যান 179 টাকায় শুরু হয়, যা দাম বাড়ানোর পরে 199 টাকা হয়ে যাবে। যার মানে কোম্পানি তার ট্যারিফ প্ল্যানের দাম 20 শতাংশ বাড়িয়ে দিয়েছে।
মনে করিয়ে দি যে ট্যারিফ প্ল্যানের দাম বাড়ানোর লিস্ট সবার প্রথম রিলায়েন্স জিও রয়েছে। রিলায়েন্স জিওর পর এয়ারটেল তার ট্যারিফ প্ল্যানের দাম বাড়িয়ে দেয়। দুটি কোম্পানির প্রিপেইড প্ল্যানের নতুন দাম 3 জুলাই থেকে চালু হবে।
আরও পড়ুন: Samsung Galaxy A06 ভারতে শীঘ্রই হবে লঞ্চ, BIS ওয়েবসাইটে হল স্পট
Vodafone Idea এর নতুন প্রিপেইড প্ল্যানের দাম
পুরানো দাম | নতুন দাম | ডেটা | ভ্যালিডিটি (দিনে) |
179 | 199 | 2GB | 28 |
459 | 509 | 6GB | 84 |
1799 | 1999 | 24GB | 365 |
269 | 299 | 1GB per day | 28 |
299 | 349 | 1.5GB per day | 28 |
319 | 379 | 2GB per day | 30 |
479 | 579 | 1.5GB per day | 56 |
539 | 649 | 2GB per day | 56 |
719 | 859 | 1.5GB per day | 84 |
839 | 979 | 2GB per day | 84 |
2899 | 3499 | 1.5GB per day | 365 |
19 (Data add-on) | 22 | 1GB | 1 |
39 (Data add-on) | 48 | 6GB | 1 |
ভোডাফোন আইডিয়া এর বার্ষিক প্ল্যানেরও দাম বাড়ল
ভিআই এর বার্ষিক প্ল্যানের দাম 2899 টাকা রয়েছে। দাম বাড়ানো পর এই রিচার্জ প্ল্যানটি 3499 টাকায় বিক্রি হবে। বলে দি যে এই প্ল্যানে 365 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এতে প্রতিদিন 1.5 জিবি পর্যন্ত ডেটা দেওয়া হয়ে। এছাড়া এতে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS পাওয়া যাবে।
আরও পড়ুন: Realme C61 Launched: 32MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি সহ নতুন রিয়েলমি বাজেট ফোন লঞ্চ, জানুন দাম কত
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile