আইডিয়ার পেমেন্টস ব্যাংকস RBI এর স্বীকৃতি পেল, শীঘ্রই শুরু হবে পরিষেবা

Updated on 06-Apr-2017
HIGHLIGHTS

এই পেমেন্টস ব্যাংক আদিত্য বিড়লা নুভো আর আইডিয়া সেলুলারের একটি যৌথ উদ্যোগ

আইডিয়া রিয়াল গ্রুপ গতকাল জানিয়েছে যে, তারা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে পেমেন্টস ব্যাংকস শুরু করার স্বীকৃতি পেয়ে গেছে. এই পেমেন্টস ব্যাংক আদিত্য বিড়লা নুভো আর আইডিয়া সেলুলারের একটি যৌথ ভেঞ্চার, যাতে দুজনের পার্টনারশিপের অনুপাত 51:49.

এই মুহুর্তে ভারতে Airtel আর India Post পেমেন্টস ব্যাংকের সার্ভিস দেয়. Ideaর তরফে কিছু আগে জানানো হয়েছিল যে, তাদের এই পরিষেবা 2017 সালের প্রথম 6 মাসের মধ্যে শুরু হয়ে যাবে. সম্প্রতি Airtel ও তাদের পেমেন্ট ব্যাংকস এর পরিষেবা ভারতে শুরু করেছে.

আপনারা যদি এই পরিষেবা বিষয়ে না জানেন তবে বলে দি যে, পেমেন্ট ব্যাংক সার্ভিস ইউজার্সদের কাগজ বিহীন আর ডিজিটাল ব্যাঙ্কিং সার্ভিস দেয়. এতে অ্যাকাউন্ট ওপেন করা ছাড়াও টাকার লেন দেনও করা যায়.

সোর্স:

 

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :