50 টাকায় 1 GB 4G ডাটা চাইলে 2020 অব্দি অপেক্ষা করতে হবে

50 টাকায় 1 GB 4G ডাটা চাইলে 2020 অব্দি অপেক্ষা করতে হবে
HIGHLIGHTS

ইন্ডিয়ান টেলিকম ইন্ডাস্ট্রিতে কিছু বড় টেলিকম প্লেয়ার আসতে পারে

দেশের টেলিকম অপারেটারদের জন্য আপাতত 4G ইউজার্সদের জন্য খুব সস্তার প্ল্যান দেওয়া সহজ হচ্ছেনা। এই সময় 228 টাকা 4G ডাটা পাওয়া যাচ্ছে। কিন্তু 2020 অব্দি আপনি 1 GB 4G ডাটা মাত্র 50 টাকায় পেতে পারেন। তাও কোন রকমের ডিস্কাউন্ট ছাড়া। টেলিকম, মিডিয়া আর ডিজিটাল সার্ভিস ফার্ম অ্যানালাইস মেসন (Analysys Mason) এই কথা বলেছে। তবে এটি সেই টেলিকম অপারেটারদের জন্য সম্ভব হবে যাদের কাছে 2020 অব্দি ভারতীয় বাজারে 17-18% র অংশীদারি থাকবে। আজকের সেরা ডিল নিয়ে এল অ্যামাজন

ফার্ম অনুসারে চিনের টেলিকম কোম্পানি 2020 সালের মধ্যে বাজারে 17 থেকে 18 শতাংশ অব্দি অংশীদার হয়ে যাবে, আর তাও 1GB 4G ডাটা 30 থেকে 40 টাকা অব্দি দিতে সক্ষম হবে। ফার্ম অনুসারে যদি 1GB 4G ডাটা 50 টাকায় পাওয়া যায় তবে প্রতি ইউজার্স এলটিআই সংস্থা প্রতি মাসে 6 থেকে 7 GB অব্দি পৌঁছে যাবে। আর এর সঙ্গে এও বলা হয়েছে যে 3G ডাটার ব্যবহার প্রতি মাসে প্রতি ইউজার্স প্রায় 2GB ডাটার হিসাবে বেড়ে যাবে।

কন্সাল্টিং ফার্মের রিসার্চ অনুসারে টেলিকম অপারেটিং এর সমস্ত রকমের আপডেট দরকার হবে। তা 50 টাকা প্রতি 4G ডাটার থেকে বেশি এক্সপেন্সিভ কভারেজ আর ট্র্যাফিক সাপোর্ট দিতে সাহায্য করবে। আর এও বলা হয়েছে যে 2020 সাল অব্দি ইন্ডিয়ান টেলিকম ইন্ডাস্ট্রিতে কিছু বড় টেলিকম প্লেয়ার দেখা যেতে পারে। যাতে বার্ষিক পুনজির ব্যায় 65 থেকে 75 বিলিয়ান টাকা আর 200 থেকে 250 বিলিয়ানএর অ্যাস্পেক্ট নিজেদের কাছে রাখতে হবে যাতে ডেটা গ্রোথের সাপোর্ট দেওয়া যায়।

আজকের সেরা ডিল নিয়ে এল অ্যামাজন

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo