Reliance Jio -এর তরফে সদ্যই ক্রিকেট প্ল্যান লঞ্চ কর হল। সামনেই IPL শুরু হচ্ছে, সেই কথা ভেবেই এই প্ল্যান আনা হয়েছে। এই প্ল্যানে 3 GB ডেটা মিলবে সঙ্গে থাকবে ডেটা অ্যাড অন প্যাকের সুবিধা সহ স্পেশাল ভাউচার। Jio এর তরফে সদ্য লঞ্চ করা এক ডেটা প্ল্যানগুলো কী কী আসুন দেখে নেওয়া যাক।
এই প্ল্যানে গ্রাহকরা পাবেন 3 GB ডেটা করে ডেটা প্রতিদিন। এখানে 14 দিনের জন্য মোট 44 GB ডেটা মিলবে। এই 14 দিনের প্ল্যানে সঙ্গে থাকবে আনলিমিটেড কল করার সুবিধা সহ রোজ 100 টা মেসেজ পাঠানো এবং Jio অ্যাপস যেমন Jio TV, Jio Cinema, Jio Security, Jio Cloud ইত্যাদির সুবিধাও।
এই প্ল্যানের বৈধতা 28 দিন। এখানে মিলবে রোজ 3 GB ডেটা সহ 100টা মেসেজ পাঠানোর সুবিধা। এখানে মোট 90 GB ডেটা মিলবে এছাড়া আনলিমিটেড কল তো করাই যাবে। বাদ থাকবে না Jio অ্যাপসের ফ্রি সাবস্ক্রিপশন।
এই প্ল্যানেও রোজ 3 GB ডেটা পাওয়া যাবে, এবং মোট 292 GB ডেটা। এই প্ল্যানের বৈধতা 84 দিনের। এখানে Jio অ্যাপসের ফ্রি সাবস্ক্রিপশন সহ আনলিমিটেড কল করার এবং রোজ 100টা মেসেজ পাঠানোর সুবিধা থাকবে।
Jio -এর তরফে ক্রিকেট মরশুমের জন্য একাধিক ক্রিকেট ডেটা অ্যাড অন প্যাক আনা হয়েছে। এই ডেটা প্যাকগুলোর একটায় 222 টাকার বিনিময়ে 50 GB ডেটা মিলবে। এছাড়া 444 টাকার বিনিময়ে 100 GB ডেটা এবং 667 টাকার বিনিময়ে 150 GB ডেটা মিলবে।
একই সঙ্গে গ্রাহকরা স্পেশাল ভাউচারের সুবিধা পেতে পারেন। এক্ষেত্রে 241 টাকার বিনিময়ে মিলবে 40 GB ডেটা। মনে রাখবেন এই প্ল্যানগুলোর সুবিধা গ্রাহকরা 24 মার্চ থেকেই নিতে পারবেন। নতুন গ্রাহকরা যাঁরা তাঁরা তো বটেই পুরনো গ্রাহকরাও এই প্ল্যান রিচার্জ করতে পারবেন। এছাড়া এই টেলিকম সংস্থার তরফে IPL -এর দিনগুলোতে বিশেষ ঘোষণা করার আভাস দিয়েছে। কিন্তু সেটা কী এখনও জানা যায়নি।