Airtel, Jio, Vi তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্ল্যান অফার করে থাকে। বিভিন্ন দামের বিভিন্ন বেনিফিট যুক্ত প্ল্যান অফার করে প্রতিটা টেলিকম সংস্থা। ইতিমধ্যেই IPL শুরু হয়ে গিয়েছে। এখন অনেকেই ফোনে খেলা দেখবেন। ফলে রোজ অতিরিক্ত ডেটার প্রয়োজন হবে। তাই এই বেলা দেখে নিন দেশের এই তিন জনপ্রিয় টেলিকম সংস্থা এমন কোন প্ল্যান অফার করে থাকে যেখানে দৈনিক 3 GB ডেটা মিলবে।
219 টাকার প্ল্যানে দৈনিক 3 GB ডেটা মিলবে। সঙ্গে 2 GB অতিরিক্ত ডেটা পাওয়া যাবে 14 দিনের জন্য। আনলিমিটেড কল এবং মেসেজ পাঠানোর সুবিধাও পাওয়া যাবে।
399 টাকার প্ল্যানে রোজ 3 GB ডেটা মিলবে। এটির বৈধতা 28 দিন। এখানে অতিরিক্ত 6 GB ডেটা মিলবে। সঙ্গে আনলিমিটেড কল এবং মেসেজ পাঠানোর সুবিধা তো থাকবেই।
অতিরিক্ত 40 GB ডেটা সহ দৈনিক 3 GB ডেটা মিলবে 999 টাকার প্ল্যানে। এখানে 84 দিনের বৈধতা আছে। আনলিমিটেড কল এবং মেসেজ পাঠানোর সুবিধা আছে।
Vi 359, 409, 475 এবং 699 টাকার প্রিপেইড প্ল্যানে যথাক্রমে দৈনিক 3 GB, 3.5 GB, 4 GB এবং 3 GB ডেটা অফার করে থাকে। সঙ্গে প্রতিটি প্ল্যানে গ্রাহকরা পাবেন 2 GB ডেটা সহ আনলিমিটেড নাইট ডেটা, আনলিমিটেড কল এবং মেসেজ করার সুবিধা।
Airtel তাদের গ্রাহকদের জন্য দুটো প্ল্যান 3 GB ডেটা অফার করে থাকে। 28 দিনের জন্য 499 টাকা খরচ করতে হবে এবং 699 টাকার দিলে 56 দিনের বৈধতা পাওয়া যাবে। এখানে রোজ 3 GB ডেটার সঙ্গে আনলিমিটেড কল এবং ম্যাসেজ পাঠানোর সুবিধা মিলবে। এই টেলিকম সংস্থা এই প্ল্যানের সঙ্গে OTT বেনিফিট অফার করে।
Jio এবং Airtel, দুই টেলিকম সংস্থাই আনলিমিটেড 5G অফার করে থাকে ভারতের একাধিক জায়গায়। Vi ও শীঘ্রই 5G পরিষেবা চালু করতে চলেছে দেশে। তবে যেহেতু এখনও তারা এই পরিষেবা আনেনি সেহেতু চলতি বছরের জানুয়ারি মাসে এই টেলিকম সংস্থা 1.3 মিলিয়ন গ্রাহক হারায় দারুন সব অফার দেওয়া সত্বেও।