মাত্র 17 টাকায় 1GB ডেটা দিছে এয়ারটেল

Updated on 21-Nov-2016
HIGHLIGHTS

ফের গ্রাহকদের জন্য আরও একটি নতুন 4G ডেটা প্ল্যান নিয়ে এল এয়ারটেল৷ নতুন অফার অনুযায়ী মাত্র 17 টাকায় এবার মিলবে 1GB ডেটা৷

জিও-কে টক্কর দিতে একের পর এক আকর্ষণীয় অফার নিয়ে আসছে মোবাইল প্রদানকারী সংস্থা ভারতী এয়ারটেল৷ সম্প্রতি নিজের গ্রাহকদের জন্য বেশ কয়েকটি অফার ঘোষণা করেছিল এয়ারটেল৷ ফের গ্রাহকদের জন্য আরও একটি নতুন 4G ডেটা প্ল্যান নিয়ে এল এয়ারটেল৷ নতুন অফার অনুযায়ী মাত্র 17 টাকায় এবার মিলবে 1GB ডেটা৷

আরও দেখুন : 2017 সালে ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করবে নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন

অপাতত 1GB 4G ইন্টারনেটের মূল্য 259 টাকা ৷ এটি 28 দিনের জন্য ভ্যালিড ৷ কিন্তু এবার কয়েকটি নির্বাচিত স্মার্টফোনে 259 টাকা খরচ করলে পাওয়া যাবে 15GB ডেটা ৷ অথার্ৎ মাত্র 17.33 টাকায় পেয়ে যাবেন 1GB ডেটা ৷

স্যামসং গ্যালাক্সি J2 (2015), স্যামসং গ্যালাক্সি J2 (2016), স্যামসং গ্যালাক্সি J5 (2015), স্যামসং গ্যালাক্সি J5 (2016), স্যামসং গ্যালাক্সি J7 (2015), স্যামসং গ্যালাক্সি J7 (2016),  স্যামসং গ্যালাক্সি J ম্যাক্স, ও স্যামসং গ্যালাক্সি J2 প্রো স্মার্টফোনগুলির জন্য এই অফারটি প্রযোজ্য৷

জিও লঞ্চ হওয়ার পর থেকেই মোবাইল সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা বেড়েই চলেছে  ৷ জিওকে টেক্কা দিতে ভোডাফোন, এয়ারসেল থেকে সমস্ত মোবাইল সংস্থাগুলি বাজারে নিয়ে এসেছে নতুন অফার৷

আরও দেখুন : দুর্দান্ত ফ্রন্ট ক্যামেরা-সহ আত্মপ্রকাশ করছে স্যামসাং গ্যালাক্সি A7 (2017)

আরও দেখুন : শুধু 501 টাকায় পাওয়া ChampOne C1 স্মার্টফোনটির প্রথম ফ্ল্যাশ আজ…

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :