ZTE Small Fresh 5 ডুয়াল রেয়ার ক্যামেরা আর 4GB র‍্যামের সঙ্গে লঞ্চ হল

Updated on 23-Jun-2017
HIGHLIGHTS

ZTE Small Fresh 5 অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেম যুক্ত

ZTE Small Fresh 5 স্মার্টফোনটি চিনে লঞ্চ হয়ে গেছে। এই স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে আনা হয়েছে- 3GB র‍্যামের সঙ্গে 16GB  ইন্টারনাল স্টোরেজ আর 4GB  র‍্যামের সঙ্গে 32GB স্টোরেজ দেওয়া হয়েছে। ক্রমশ দুটি ভেরিয়েন্টের দাম হলঃ 999 Yuan (প্রায় Rs 9,430) আর 1,399 Yuan (প্রায় Rs 13,210)। এটি এলিগেন্ট গোল্ড, ডার্ক নাইট গ্রে আর গ্লেশিয়াশ ব্লু আর গ্রিন রঙে সেলের জন্য পাওয়া যাবে। ZTE Small Fresh 5  বাজারে উপস্থিত ZTE Small Fresh 4 এর জায়গা নেবে।

ZTE Small Fresh 5 এ 5-ইঞ্চির HD (1280 x 720 পিক্সাল) 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 1.4GHz কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 425 প্রসেসার যুক্ত। আর এতে অ্যাড্রিনো 308  GPUও আছে। এতে 3GB/4GB র‍্যামের অপশান আছে। এটি 16GB/32GB ইন্টারনাল স্টোরেজের অপশন যুক্ত। স্টোরেজকে 128GB অব্দি বাড়ানো যায়। এটি অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে। এর রেয়ার অংশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে।

এই ফোনের ব্যাটারি 2,500 mAh এর। এটি ডুয়াল রেয়ার ক্যামেরা যুক্ত। এর একটি ক্যামেরা 13MP’র আর অন্য ক্যামেরাটি 2MP’র। এই ফোনের সামনের দিকে 5MP’র ক্যামেরা আছে। এটি 4G LTE সাপোর্ট করে।

সোর্সঃ

Connect On :