ZTE Nubia Z18 স্মার্টফোনটি একটি বড় ডিসপ্লে আর আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হল
ZTE তাদের বহুপ্রতীক্ষিত ডিভাইস ZTE Nubia Z18 চিনে লঞ্চ করেছে আর এটি কোম্পানির একটি ফ্ল্যাগশিপ ডিভাইস আর এটি 91.8% স্ক্রিন টু বডি রেশিওর সঙ্গে লঞ্চ করা হয়েছে
ZTE তাদের বহুপ্রতীক্ষিত ডিভাইস ZTE Nubia Z18 চিনে লঞ্চ করেছে আর এটি কোম্পানির একটি ফ্ল্যাগশিপ ডিভাইস আর এটি 91.8% স্ক্রিন টু বডি রেশিওর সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ডিভাইসটির সব থেকে বড় বৈশিষ্ট্য এর ফ্রন্টে বেজেল না থাকা আর এই ডিভাইসে খুব কম বেজেল দেখা গেছে। আর এই ডিভাইসটিতে কোম্পানি অনুসারে এই ফোনে 91.8% স্ক্রিন টু বডি রেশিও দেওয়া হয়েছে। আর এছাড়া এই ফোনে নচে একটি কাটআউট দেওয়া হয়েছে আর এটি সেলফি ক্যামেরাতে দেওয়া হয়েছে।
ZTE Nubia Z18 য়ের স্পেসিফিকেশান
এই ফোনটিতে একটি 5.99ইঞ্চির 1080×2160 পিক্সালের IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর টপে আর বটমে নামমাত্র বেজেল আছে। আর এই ফোনটির সাইডে বেজেল দেওয়া হয়নি। আর এই ফোনটিতে আপনারা একটি বড় ডিসপ্লে পাবেন।
ZTE Nubia Z18 ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 আছে আর এই ফোনে আপনারা 6GB র্যাম আর 8GB র্যাম আর 64GB আর 128GB স্টোরেজ পাবেন। আর এই ফোনে 3450mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনে কোয়াল্কম কুইক চার্জ 4.0 র সঙ্গে Neo Power Temperature Control দেওয়া হয়েছে।
ZTE Nubia Z18 য়ের ক্যামেরা
এই ফোনে ক্যামেরাতে 8MP র সেলফি ক্যামেরা আছে আর যা পোট্রেট সেলফি দেয়। আর এই ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে যে 16MP+24MPর ক্যামেরার কম্বো। আর এই ফোনে আপনারা 960fps স্লো মোশান ভিডিও রেকর্ডিং ফিচার পাবেন।
ZTE Nubia Z18 য়ের দাম আর উপ্লব্ধতা
ZTE Nubia Z18 ফোনটি চিনে প্রি-অর্ডার করা যাবে। এই ফোনের 6GB/64GB ভেরিয়েন্টের দাম CNY 2,799 আর 8GB/128GB ভেরিয়েন্টের দাম CNY 3,299। আর এই ফোনটি ব্ল্যাক আর লাল রঙে কেনা যাবে। আর এই ফোনের একটি স্পেশাল এডিশান Van Gogh Editon ও আনা হয়েছে যা CNY 3,599 দাম রাখা হয়েছে।