5000mAh য়ের ব্যাটারি আর ফুল ভিউ ডিসপ্লের সঙ্গে ZTE Nubia N3 লঞ্চ হয়েছে

5000mAh য়ের ব্যাটারি আর ফুল ভিউ ডিসপ্লের সঙ্গে ZTE Nubia N3 লঞ্চ হয়েছে
HIGHLIGHTS

ZTE Nubia N3 ফোনটিতে 5.99-ইঞ্চির 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে আছে আর এতে স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসারও দেওয়া হয়েছে

ZTE Nubia N3 ফোনটি চিনে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে 5.99-ইঞ্চির IPS ডিসপ্লে আছে, যার রেজিলিউশান 2,160×1,080 পিক্সাল। এটি একটি 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে। এতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার দেওয়া হয়েছে। আজকে ফ্লিপকার্ট স্মার্টফোন, পাওয়ারব্যাঙ্ক, হেডফোন, মনিটার সহ বেশ কিছু জিনিসের ওপর ডিস্কাউন্ট দিচ্ছে

এছাড়া এই ফোনটিতে 4GB র‍্যাম আর 64GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, যা মাইক্রো এসডিকার্ড দিয়ে বাড়ানোও যায়। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 7.1 নৌগাট অপারেটিং সিস্টেম নির্ভর নুবিয়ার কাস্ট ইউআইতে কাজ করে।

এই ফোনটিতে রেয়ারে ক্যামেরা আছে। আর সামনের দিকে একটি 16MP’র ক্যামেরা দেওয়া হয়েছে। এটি 5000mAh য়ের ব্যাটারি যুক্ত। এই ফোনটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

চিনে এই ফোনটি 24 মার্চ কিনতে পাওয়া যাবে। এই ফোনটি ব্ল্যাক, গোল্ড আর রেড কালারে কেনা যেতে আপ্রে। আর এখনও অব্দি এই ফোনটির দামের বিষয়ে কিছু জানা যায়নি।

সোর্সঃ 

Digit.in
Logo
Digit.in
Logo