ZTE Nubia M2 Play তে স্ন্যাপড্র্যাগন 435 প্রসেসার আছে
ZTE Nubia M2 Play লঞ্চ হয়ে গেছে। আপাতত এই ফোনটির দাম আর এটি কবে থেকে পাওয়া যাবে সে বিষয়ে কোন খবর পাওয়া যায়নি। এখনও অব্দি এটা জানা যায়নি যে এটি ভারতে লঞ্চ করা হবে কিনা।
ZTE Nubia M2 Play এর স্পেসিফিকেশন এবার দেখে নেওয়া যাক। এটি 5.5-ইঞ্চির ডিসপ্লে যুক্ত যা 2.5D গ্লাসের।এই ডিসপ্লের রেজিলিউশন 1280 x 720 পিক্সাল। আর এর পিক্সাল ডেনসিটি 274ppi।
এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 435 প্রসেসার যুক্ত আর এটিতে 3GB র্যাম আছে। এর ইন্টারনাল স্টোরেজ 32GB। স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যেতে পারে।
ZTE Nubia M2 Play ‘র ক্যামেরা সেটআপ কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনের রেয়ার ক্যামেরা 13MP’র আর এর ফ্রন্ট ক্যামেরা 5MP’র।