বিশ্বের প্রথম 5G গিগাবাইট ফোন নিয়ে আসছে ZTE! কবে আসছে বাজারে?

Updated on 01-Mar-2017
HIGHLIGHTS

ZTE-র এই 5G ফোনে শুধু গিগাবাইট প্রসেসরের সুবিধার সঙ্গে সঙ্গে LTE সুবিধাও থাকছে।

স্বপ্ন নয়, এবার সত্তি আসতে চলেছে 5G গিগাবাইট ফোন। চলতি মাসের শেষ সপ্তাহেই বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বা এমডবলুসি-তে আত্মপ্রকাশ করবে এই ফোন। চিনের মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারক সংস্থা জেডটিই এই 5G ফোন বাজারে নিয়ে আসছে। জেডটিই এক বিবৃতিতে এই খবর জানিয়েছে।

আরও দেখুন : স্যামসাং গিয়ার S3 ফ্রন্টিয়ার Tizen অপারেটিং সিস্টেম বিদ্যমান রয়েছে..

ZTE-র এই 5G ফোনে শুধু গিগাবাইট প্রসেসরের সুবিধার সঙ্গে সঙ্গে LTE সুবিধাও থাকছে। এই স্মার্টফোন মোবাইল কানেক্টিভিটির ভাবনাকেই নাকি বদলে দেবে। যে কোনও ফাইল ডাউনলোড হবে চোখের নিমিষে। এমনটাই দাবি করেছে ZTE।

5G গিগাবাইট LTE সুবিধা সম্পন্ন এই স্মার্টফোনের গতি হবে ১ গিগাবাইট পার সেকেন্ড বা 1জিবিপিএস। এছাড়াও থাকছে, 360 ডিগ্রি প্যানোর‌্যামিক ভিআর ভিডিও এবং ইনস্ট্যান্ট ক্লাউড স্টোরেজ। বিনোদনের বিশেষ সুবিধা যেমন থাকছে তেমনই আল্ট্রা হাইফাই মিউজিক ও সিনেমা দেখা যাবে। থাকছে স্ন্যাপড্রাগন 835 প্রসেসর। মূলত ‘ব্লেড সিরিজ’-এর 5G গিগাবাইট এলটিই স্মার্টফোনকেই এই মোবাইল ওয়র্ল্ড কংগ্রেসে আত্মপ্রকাশ করানো হবে বলে ZTE সূত্রে জানা গিয়েছে।

আরও দেখুন : MWC 2017 : হুয়াওয়ের নতুন ফোন P10 এবং P10 প্লাস 20MP + 12MP ডুয়াল রিয়ার কামেরার সঙ্গে লঞ্চ

আরও দেখুন : রঙিন স্ক্রিন এর সঙ্গে ফিরে আসলো বিশ্বব্যাপী জনপ্রিয় নোকিয়া ৩৩১০

 

 

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :