ZTE Blade Z Max ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে লঞ্চ হল

Updated on 17-Aug-2017
HIGHLIGHTS

এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেমে চলে

ZTE Blade Z Max ফোনটি লঞ্চ হয়ে গেছে, এর দাম $129 (প্রায় Rs 8,289) হবে আর এটি 28 আগস্ট থেকে আমেরিকার MetroPCS স্টোর্সে পাওয়া যাবে। এখন এই স্মার্টফোনটি ইউনাইটেড স্টেটসে লঞ্চ হয়েছে। আসা করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি এই স্মার্টফোনটি ভারত সহ অন্যান্য দেশেও পাওয়া যাবে।

ZTE Blade Z Max স্মার্টফোনটিতে 6 ইঞ্চির ফুল HD (1080 x 1080 পিক্সাল) ডিসপ্লে আছে যার স্ক্রিন রেজিস্টেন্স 2.5D ড্র্যাগন্টাল গ্লাস স্ক্রিন যুক্ত। এই স্মার্টফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 435 প্রসেসার যুক্ত, এর র‍্যাম 2GB আর ইন্টারনাল স্টোরেজ 32GB’র। এই স্টোরেজকে মাইক্রো SD কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেম যুক্ত। এই ডিভাইসটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে।

এছাড়া এই স্মার্টফোনটিতে 4,080mAh এর ব্যাটারি আছে। এটি কোয়াল্কম কুইক চার্জ 2.0 সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে, যার একটি ক্যামেরা 16 মেগাপিক্সালের আর একটি ক্যামেরা 2 মেগাপিক্সালের আর এটি সেলফি আর ভিডিও কলিং এর জন্য এতে 8 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

কানেক্টিভিটির জন্য এই ফোনটিতে ব্লুটুথ, WiFi (802.11b/g/n), GPS আর একটি USB টাইপ C পোর্ট আছে।

সোর্সঃ ইমেজ সোর্সঃ 

Connect On :