ZTE Axon Max 2 বেঞ্চমার্ক ওয়েবসাইট এ লিস্ট, 6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে সজ্জিত

ZTE Axon Max 2 বেঞ্চমার্ক ওয়েবসাইট এ লিস্ট, 6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে সজ্জিত
HIGHLIGHTS

Axon Max 2 স্মার্টফোনে 4GB Ram এবং 64GB ইন্টারনাল স্টোরেজ উপস্থিত রয়েছে। যদিও এই সম্পর্কে কোন তথ্য নেই যে এই ফোনের স্টোরেজ কে মাইক্রো এসডি কার্ড এর মাধ্যমে বাড়ানো যাবে বা না।

আশা করা হচ্ছে কি ZTE শীঘ্রই বাজারে  Axon Max 2 (C2017) কে চালু করবে। বর্তমানে এই স্মার্টফোন কে বেঞ্চমার্ক ওয়েবসাইট GFX বেঞ্চ এ তালিকাভুক্ত করা হয়েছে। এই ফোনে পূর্ববর্তী সংস্করণ এর মতন 6 ইঞ্চি ডিসপ্লে থাকবে, এই ডিসপ্লে রেজুলেশন 1080 হবে। যদিও এর চিপসেট আবশ্যক আপগ্রেড করা হবে। এতে স্ন্যাপড্রাগন 625 প্রসেসর হবে। তার 13 মেগাপিক্সেল ক্যামেরা দ্বারা 4K ভিডিও রেকর্ড করতে পারবেন।  এই ফোনে সামনে দিকে  13 মেগাপিক্সেল উপস্থিত হবে, যার মাধ্যমে ও 4K ভিডিও রেকর্ড করতে পারেন।

আরও দেখুন : স্যামসাং Z2 স্মার্টফোন লঞ্চ, মূল্য Rs. 4,590

Axon Max 2 স্মার্টফোনে 4GB Ram এবং 64GB ইন্টারনাল স্টোরেজ উপস্থিত থাকবে, যদিও যদিও এই সম্পর্কে কোন তথ্য নেই যে এই ফোনের স্টোরেজ কে মাইক্রো এসডি কার্ড এর মাধ্যমে বাড়ানো যাবে বা না। এটি এন্ড্রোইড 6.0 মার্সমেলো অপারেটিং সিস্টেম এর উপর ভিত্তি করে তৈরি। এই স্মার্টফোনে অনেক উচ্চ ফিচার্স দেওয়া হয়েছে। বলে দি যে অরিজিনাল ম্যাক্স কে গত ডিসেম্বরে চালু করা হয়। তো আশা করা হচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যে, নতুন ফোন বাজারে চালু করা হবে।

আরও দেখুন : শীঘ্রই আপনি এক বছরের জন্য ডাটা প্যাক ক্রয় করতে পারবেন

আরও দেখুন : স্যামসং গ্যালাক্সি S7, গ্যালাক্সি S7 এজ এর মূল্য তে হলো ছাড়

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo